How to

কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইলিং কিভাবে করবেন ?

Sayma Islam Jarin

Written by: Sayma Islam Jarin

16-08-2022

কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইলিং কিভাবে করবেন ?

এই ব্লগটির মাধ্যমে আমরা চেষ্টা করবো কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করার ক্ষেত্রে করনীয় এবং বিবেচ্য বিষয়গুলো তুলে ধরতে
Half TIN holders may miss deadline to submit tax returns

কর্পোরেট ট্যাক্স রিটার্ন তৈরির কিছু টেকনিক্যাল বিষয় যেমন, AIT, ডেপ্রিসিয়েশন, এলাউএবল ডিডাকশন, এমেন্ডেড রিটার্ণ এবং আইনের বেশ কিছু ট্যাক্স রিলেটেড সেকশন সম্পর্কে ধারণা থাকলে কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইলিং সহজ মনে হবে।

যদি সকল সূক্ষ্ম বিষয়গুলো একটি পথে নিয়ে আসা যায়, তাহলে ব্যাপারগুলো দেখাবে অনেকটা এমন-

কোম্পানি, যেকোন পার্টি বা ক্লায়েন্ট এর পেমেন্ট এর সাথে যে ট্যাক্স ডিডাক্ট করা হয়, সেই সকল ডকুমেন্ট চলতি মাসের পরের মাসের ১৪ তারিখের মধ্যে সাবমিট করতে হয়। নাহলে ২% ইন্টারেস্ট দিতে হবে, আইনানুযায়ী। এবং ৫০০০ টাকা জরিমানা এবং পরবর্তী প্রতি মাসের জন্য ১০০০ টাকা, ট্যাক্সের সাথে যোগ হয়। এটি হল মান্থলি ট্যাক্স ডিপোজিট।

আডভান্স ট্যাক্স বলে একটি বিষয় আছে, যেটি জমা না দিলে, অডিটে দেখা হবে, কোম্পানির টোটাল ট্যাক্স এর অন্তত ৭৫% জমা হয়েছে কিনা। যদি জমা হয়ে থাকে, তাহলে  ৭৫% এর এগেইন্সট এ আডভান্স ট্যাক্স এর কত টাকা কম দেয়া হয়েছে, সেটির এগেইন্সট এ ১০% ভেদে ইন্টারেস্ট দিতে হবে। এই FDR রিটার্ন জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে ৩১ শে এপ্রিল, জুলাই, অক্টোবর বা জানুয়ারির মধ্যে।  

এই মান্থলি ট্যাক্স যেহেতু দেয়া হচ্ছে, তাই এর জন্য মান্থলি উইথ হোল্ডিং ট্যাক্স ৩০ জুলাই এবং ৩১ শে জানুয়ারি এর মধ্যে দিতে হয়। ইউনিভার্সাল সেলস রেটে যদি এই রিটার্ন সাবমিশন করা হয়,  উইথ হোল্ডিং ট্যাক্স না দিলে অডিট সিলেকশন হবার সম্ভাবনা থাকে। 

কর্পোরেট ট্যাক্স রিটার্ন কোন কোম্পানির ইনকাম ইয়ার ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন হলে, ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে -১৫ ই জানুয়ারি এর মধ্যে। 

ডিসেম্বরে যাদের ইনকাম ইয়ার শেষ হয়, তাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ১৫ ই সেপ্টেম্বর। আর বাংলাদেশের লোকাল কোম্পানির ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ১৫ই জানুয়ারি এর মধ্যে। যদি তা না করা হয়, তাহলে, ধরা যাক তার আগের বছর রিটার্ন ট্যাক্স ২০,০০,০০০ টাকা এসেছিল। তাহলে সেই কোম্পানিকে ঐ টাকার ৫০% টাকা পেনাল্টি (ম্যাক্সিমাম) অবশ্যই দিতে হবে।

 Tax return submission in one minute

স্যালারি ট্যাক্স রিটার্ন 108 অনুযায়ী  সমস্ত এমপ্লয়ীদের নাম, পিন এবং স্যালারির ডকুমেন্ট ৩১ অগাস্ট তাদের কন্সার্ন ট্যাক্স অফিসে সাবমিট করতে হবে। যদি তা দিতে ব্যর্থ হয় তাহলে ১০% ইন্টারেস্ট বা ৫০০০ টাকা, যেটি সবচেয়ে বেশি আসে, সেটিই হবে ঐ কোম্পানির  জরিমানা। 

108A অনুযায়ী, ঐ কোম্পানির চাকরিরত যাদের রিটার্ন সাবমিট ম্যান্ডেটরি, সেই সব এমপ্লয়ীদের রিটার্ন একনলেজমেন্ট নাম্বার নিয়ে সাবমিট করতে হয়। সাবমিট না করলে কোম্পানি অডিট এর আওতায় আসে। 

সেকশন ২৮ এর স্কোপে, বলা হয়েছে যেকোন ইনকাম লস যেকোন প্রবেশন থেকে যে ইনকাম হচ্ছে, তার এগেইন্সট এ ট্যাক্স দিতে হবে। ট্যাক্স পারপাসে কোনটা করা যাবে, কোনটা এলাও হবে, এটা দেখার জন্য যে জায়গায় যেতে হবে, তাহলো - ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স।

ITO (Income Tax Ordinance) 1984-এর ধারা 29 অনুযায়ী রিডাকশন নির্দিষ্ট। যেগুলো হল-

  • ব্যবসা/পেশার উদ্দেশ্যে ব্যবহৃত জায়গার ভাড়া [ধারা 29(1)]
  • ভাড়া করা ব্যবসায়িক প্রাঙ্গনে মেরামত যদি মূল্যায়নকারী খরচ বহন করে [ধারা 29(1(ii)]
  • ব্যবসা বা পেশার উদ্দেশ্যে ইসলামী নীতির ভিত্তিতে পরিচালিত ব্যাঙ্কের সাথে প্রদত্ত ব্যাঙ্কের সুদ বা যে কোনও মুনাফা ভাগ করা [ধারা 29(1(iii)]
  • নিজস্ব ভবন, গাছপালা, যন্ত্রপাতি, আসবাবপত্র বা অন্যান্য স্থায়ী সম্পদের মেরামত [ধারা 29(1) (vi)]।
  • ব্যবসা বা পেশায় ব্যবহৃত ভবন, গাছপালা, আসবাবপত্র বা অন্যান্য স্থায়ী সম্পদের ক্ষতির ঝুঁকি ইত্যাদির বিরুদ্ধে বীমার জন্য বীমা প্রিমিয়াম [ধারা 29(1) (vii)]
  • বিল্ডিং মেশিনারি, প্ল্যান্ট বা আসবাবপত্রের অবমূল্যায়ন যা নির্ধারণকারীর মালিকানাধীন এবং তৃতীয় তফসিল ধারা [29(1)(viii)] অনুসারে ব্যবসা বা পেশার জন্য ব্যবহৃত হয়।
  • কোনো বিল্ডিং, যন্ত্রপাতি, প্ল্যান্ট বা অন্য কোনো স্থায়ী সম্পদের সফ্টওয়্যার আমদানি না করে নিষ্পত্তি করার ক্ষেত্রে রাজস্ব ক্ষতি, যা নির্ধারণকারী তার ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করার পরে, তৃতীয় তফসিলের অনুচ্ছেদ 10 অনুযায়ী বাতিল, ভেঙে ফেলা বা ধ্বংস করা হয়েছে। [ধারা 29(1) (viii)]।
  • ভূমি উন্নয়ন কর বা ভাড়া, স্থানীয় হার বা পৌর কর [ধারা 29(1) (xiii)]।
  • উৎসব বোনাস সহ কর্মচারীদের দেওয়া বোনাস [ধারা 29(1) (xiv)]।
  • যে কোনো ব্যয়, মূলধন ব্যয়ের প্রকৃতির মধ্যে না থাকা বা মূল্যায়নকারীর ব্যক্তিগত খরচ বা মূল্যায়নকারীর ব্যবসা বা পেশার উদ্দেশ্যে সম্পূর্ণ এবং একচেটিয়াভাবে ব্যয় করা হয়েছে [ধারা 29(1) (xxvii)]


আবার, নিম্নলিখিত ব্যয়গুলি রাজস্ব ব্যয় হিসাবে বিবেচিত হবে:

  • মুনাফায় পুনঃবিক্রয় বা বিক্রয় এর জন্য পণ্য তৈরি করার লক্ষ্যে সম্পদ ক্রয় করা, যেমন-পণ্য, কাঁচামাল এবং দোকান;
  • ক্যাপিটাল এসেটকে কাজের ক্রম বজায় রাখার জন্য, যেমন, ভবন মেরামত এবং পুনর্নবীকরণ;
  • একটি ব্যবসা চালানোর দৈনন্দিন খরচ মেটানো যেমন, বেতন, মজুরি, ভাড়া ইত্যাদি।

অর্থাৎ, সোজা বাংলায়, বিজনেসের জন্য যেটাই করা হয় না কেন, সেটাই এক্সপান্ডেবল। যেটা মূল বিষয়, সেটি হল, কোন বিজনেস প্রসিডিউর বা এক্সপান্ড ITO এলাও করছে না,  ITO (Income Tax Ordinance) 1984-এর ধারা 29 অনুযায়ী। সেক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোতে চোখ বুলিয়ে নেয়া যায়-

  • বেতন প্রদান [সেকশন 30(ক)] অনুযায়ী।
  • যেকোন অর্থপ্রদান যেখানে কর থেকে কর্তনযোগ্য তবে কর্তন করা হয় না [সেকশন 30(aa)]
  • বেতনের মাধ্যমে যেকোনো অর্থপ্রদান, যদি কর্মচারীকে 12 সংখ্যার টিআইএন পেতে হয় কিন্তু এই ধরনের অর্থপ্রদান করার সময় টিআইএন পেতে ব্যর্থ হয়। [সেকশন 30(aaa)]
  • 108A ধারার ("কর্মচারীদের দ্বারা রিটার্ন দাখিল সংক্রান্ত তথ্য") এর অধীনে বিবৃতি প্রদান করা হয়নি এমন একজন কর্মচারীকে বেতনের মাধ্যমে করা কোনো অর্থপ্রদান। [সেকশন 30(aaaa)]
  • যে কোন অংশীদারকে বেতন, পারিশ্রমিক, সুদ বা কমিশন প্রদান [সেকশন 30(b)]
  • ধারা 56 [সেকশন 30(C)] লঙ্ঘন করে উৎসে ট্যাক্স কর্তন ছাড়াই একজন অনাবাসীকে ব্রোকারেজ বা কমিশন প্রদান
  • কর্মচারীদের ভবিষ্য তহবিল বা অন্যান্য তহবিলে অর্থ প্রদান, যদি না উৎসে কর কর্তনের কার্যকর ব্যবস্থা করা না হয়, তহবিল থেকে অর্থপ্রদান করার সময় যা 'বার্ষিক বেতন’' শিরোনামে করযোগ্য। [সেকশন 30(d)]।
  • ৫,৫০,০০০ টাকার বেশি একজন কর্মচারীকে প্রদান এবং যেকোন কর্মচারী, যিনি প্রতিবন্ধী, এমন ব্যক্তিকে ২৫,০০,০০০ টাকার বেশি পারকুইজিট করে, [সেকশন 30(e)]
  • প্রধান কার্যালয় ব্যয় বা আন্তঃ-গ্রুপ ব্যয়, যে নামেই ডাকা হোক না কেন বিদেশী কোম্পানির প্রকাশিত নিট লাভের ১০% থাকতে হবে [সেকশন 308]।
  • রয়্যালটি, প্রযুক্তিগত পরিষেবার ফি, প্রযুক্তিগত জ্ঞানের ফি বা প্রযুক্তিগত সহায়তার ফি, বা অনুরূপ প্রকৃতির যে কোনও ফি নিম্নলিখিতগুলির চেয়ে বেশি:  ১০% ব্যবসা বা পেশার শুরু থেকে প্রথম ৩ অর্থ বছরের জন্য, এবং 8% পরবর্তী অর্থ বছরের জন্য [সেকশন 30(h)]। 
  • 20,000/- টাকা বা তার বেশি মাসিক বেতন ক্রস চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার ব্যতীত নিয়োগকর্তার দ্বারা প্রদত্ত বেতন বা পারিশ্রমিক [সেকশন 30(0)]। 
  • ইনসেনটিভ বোনাস প্রকাশকৃত নিট মুনাফার ১০% এর বেশি [সেকশন 30(U)]।
  • বিদেশী ভ্রমণ প্রকাশ করা ব্যবসার টার্নওভারের ০.৫০% ছাড়িয়ে গেছে, এমন। [সেকশন 30(K)]।
  • যেকোন কোম্পানির শেয়ারহোল্ডার, ডিরেক্টরকে যে কোন কমিশন/ডিসকাউন্ট প্রদান, [সেকশন 30(1)]।
  • ৫০,০০০ টাকার বেশি নগদ অর্থপ্রদান, ক্রস চেক বা ব্যাংক স্থানান্তর ছাড়া কাঁচামাল কেনার জন্য অর্থপ্রদান ব্যতীত (যেখানে সর্বোচ্চ সীমা ৫,০০,০০০ টাকা) এবং সরকারী বাধ্যবাধকতার জন্য যে কোনও অর্থপ্রদান। [সেকশন 30(m)]।
  • ক্রস চেক বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ না করা হলে বাড়ি ভাড়ার অ্যাকাউন্টে যে কোনো অর্থপ্রদান। [সেকশন 30(n)]
  • 12-সংখ্যার TIN ধারণ করেন না এমন একজন ব্যক্তিকে উপরের লিখিত অর্থপ্রদান,
  • এজেন্সি/ডিস্ট্রিবিউটরশিপ কমিশন/ফি/অন্য যেকোন অর্থ মোবাইল ব্যাঙ্কিং বা অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে বা মোবাইল ফোন অ্যাকাউন্টের চার্জের ক্ষেত্রে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে।
  • উপদেষ্টা/পরামর্শ/ক্যাটারিং/ইভেন্ট ম্যানেজমেন্ট জনশক্তি সরবরাহ/নিরাপত্তা পরিষেবা [সেকশন 300]
  • প্রকাশ করা ব্যবসার টার্নওভারের ০.৫০% পর্যন্ত প্রচারমূলক খরচ [ধারা 30(p)]।
  • একটি প্রচারমূলক ব্যয়কে সংজ্ঞায়িত করা হয়েছে "ব্যবসা বা পেশার প্রচারের জন্য কোনো ব্যক্তিকে প্রকার বা নগদ বা অন্য কোনো সুবিধা প্রদানের মাধ্যমে করা কোনো খরচ” [ধারা 30(p)]

NBR extends deadline for tax submission

উপরের সকল ক্ষেত্রে সাধারনত ITO ইনকাম এক্সপান্ডেবল হিসেবে এলাও করছে না। সেই সাথে, নেক্সট যে জিনিসটি মাথায় রাখতে হবে, তা হল, ট্যাক্স কম্পিউটেশন।

ট্যাক্স কম্পিউটেশন বলতে বোঝায় কাজের শীট, বিবৃতি, সময়সূচী, গণনা এবং অন্যান্য সহায়ক ডকুমেন্ট, যার ভিত্তিতে একটি আয়কর রিটার্ন তৈরি করা হয় যা রিটার্নের সাথে জমা দিতে হয় বা রিটার্ন প্রদানকারী ব্যক্তির দ্বারা মেইনটেইন করতে হয়। এর জন্য মূলত নিম্নলিখিত ডকুমেন্টস প্রয়োজন। যেমন:

  • অডিট করা অ্যাকাউন্টস
  • অতিরিক্ত পারকুইসিট স্টেটমেন্ট (একজন কর্মচারীর জন্য অতিরিক্ত পারকুইজিটের সীমা ৫,৫০,০০০ টাকা)
  • ভ্রমণ ব্যয় এর ব্রেকডাউন
  • লোকাল ট্রাভেল এক্সপেন্স বা স্থানীয় ভ্রমণ খরচ সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য হলেও বিদেশ ভ্রমণ খরচ শুধুমাত্র প্রকাশিত টার্নওভারের ০.৫০% পর্যন্ত অনুমোদিত হবে।
  • প্রচারমূলক ব্যয় এর ব্রেকডাউন
  • এন্টারটেইনমেন্ট এর খরচের কনফারমেশন ডকুমেন্ট
  • তবে বিবেচনায় রাখা ভালো যে, এন্টারটেইনমেন্ট ব্যয় সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়।
  • এন্টারটেইনমেন্ট ব্যয় কন্সিডার করার আগে প্রথম ১,০০০,০০০ টাকা লাভের ৪% এবং বিনোদন খরচ বিবেচনা করার পর বাকি লাভের ২% গ্রহণযোগ্য হবে। বাকি বিনোদন খরচ অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।
  • ইনসেনটিভ বোনাস
  • বছরে গ্র্যাচুইটি বোনাস এবং গ্র্যাচুইটি ফান্ডের বিপরীতে প্রকৃত অর্থ প্রদান,
  • এআইটি
  • টিডিএস
  • আগের বছরের ট্যাক্স কম্পিউটেশন এবং ট্যাক্স রিটার্ন ফাইল
  • ট্যাক্স কম্পিউটেশনের জন্য ড্রাফ্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন
  • সেই সাথে অডিট করা ফিনান্সিয়াল স্টেটমেন্টও রিটার্নের সাথে জমা দিতে হবে

মূলত কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করা বেশ সময়সাপেক্ষ কাজ। প্রত্যেক সার্টিফায়েড কোম্পানির উন্নয়নের জন্যই সময়মত ট্যাক্স ফাইল করা গুরুত্বপূর্ণ দায়িত্বের আওতায় পরে। 

 

আশা করি আজকের ব্লগটি আপনাদের দৈনন্দিন জীবনে উপকারে আসবে এবং কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করার ক্ষেত্রে কাজে লাগবে।  নিয়মিত ব্লগ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। 


Previous Post

Next Post

Related Posts

কসমেটিক্স ব্যবসা করতে হলে কি করতে হবে?

27-05-2024

How to

কসমেটিক্স ব্যবসা করতে হলে কি করতে হবে?

নিজের বাহ্যিক অঙ্গের যত্ন নিতে এবং নিজেকে স্মার্ট...

Read More
ইন্টারভিউতে সফলতার জন্য ১০টি টিপস

29-01-2024

How to

ইন্টারভিউতে সফলতার জন্য ১০টি টিপস

কর্মজীবনে সবচেয়ে জরুরী যেই কয়েকটি বিষয়, তার মধ্যে...

Read More

Trending

About MAWblog

MAWblog strives to provide a platform for authors, reporters, business owners, academics, people who do writing as a hobby and concerned citizens to let their voices be heard by a wider community. Our goal is to publish contents that are in line with our core goals of promoting sustainable business practices, improving community harmony and facilitating knowledge sharing and ethical labour market practices.

We invite you to write and publish under any of our nine chosen categories and make an impact towards building a better and more sustainable future.

Sign Up for Our Weekly Fresh Newsletter