Print World Header Banner

Miscellaneous

বাংলাদেশের সেরা প্রিন্টার শপসমূহ

Written by: এস এম নাহিয়ান

09-01-2025

বাংলাদেশের সেরা প্রিন্টার শপসমূহ

অফিস অথবা বাসা, ২০২৫ সালে এসে সবখানেই যেন প্রয়োজন একটি প্রিন্টারের। একটা সময় ছিল যখন প্রিন্টার জিনিসটা ছিল খুব মূল্যবান। শুধু মাত্র ছাপাখানাতেই দেখা মিলতো এ যন্ত্রের। কিন্তু এখন যুগ বদলেছে। অফিসের পাশাপাশি বাসাতেও এখন অনেকেই প্রিন্টার ব্যবহার করেন। তার ভেতর যেমন আছে অফিসের বড় কর্মকর্তা, তেমনই আছে ছাত্র। 

আবার অনেকের জন্যই এই প্রিন্টার হয়ে উঠেছে রুটি-রুজির অংশ। বর্তমানে সকল দাপ্তরিক ও একাডেমিক কাজে প্রিন্টারের চাহিদা এতই বেশি, সে সকল প্রতিষ্ঠানের সামনে লাইন ধরে থাকে প্রিন্টারের দোকান। শুধু কাগজ নয়, বরং মগ, টি-শার্ট, শপিং ব্যাগ, লিফলেট, কোনো কিছুই প্রিন্টের অযোগ্য নেই। 

তবে ব্যবসা, অফিস অথবা ঘর, যে জন্যই প্রিন্টার কিনুন না কেন, ভাল প্রিন্টারের জন্য চাই নির্ভরযোগ্য বিক্রেতা। আজকের এই লেখাতে তাই থাকছে নির্ভরতার শীর্ষে থাকা এমন কিছু প্রিন্টার শপ। 

১। প্রিন্ট ওয়ার্ল্ড (Print World) 

প্রিন্টারের জন্য এক কথায় ‘ওয়ান-স্টপ-সার্ভিস’ (One-stop-service) হচ্ছে প্রিন্ট ওয়ার্ল্ড। শুধু ব্যক্তিগত অথবা অফিসিয়াল প্রিন্টার নয়, বরং ব্যবসায়িক প্রিন্টারও পেয়ে যাবেন তাদের কাছে। প্রিন্ট ওয়ার্ল্ড এর সার্ভিসকে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। 



হোম/অফিস প্রিন্টার 

ব্যক্তিগত অথবা অফিস ডেস্কে ব্যবহারের জন্য জনপ্রিয় প্রায় সব ধরনের প্রিন্টারই পাওয়া যায় তাদের কাছে। এ তালিকায় যেমন রয়েছে মাল্টিফাংশনাল ইংকজেট প্রিন্টার, তেমনই রয়েছে লেজার প্রিন্টার। 

মূলত তিনটি বড় বড় ব্র্যান্ড, এইচপি (HP), ক্যানন (Canon) ও এপসন (Epson) বিক্রি করে থাকে। তবে যেকোনো ব্র্যান্ডের পণ্যই খুঁজলে পাওয়া যাবে তাদের ভান্ডারে। 

ফটোকপি মেশিন 

আজকাল অনেক ক্ষুদ্র ব্যবসায়ীই ফটোকপি মেশিনের ব্যবসাতে বিনিয়োগ করেছেন। তাদের জন্য একটি ভাল উৎস হতে পারে প্রিন্ট ওয়ার্ল্ড। তোশিবা ও ক্যাননের উন্নত মানের বেশ কয়েকটি মডেল পাওয়া যাবে তাদের কাছে। 

হিটপ্রেস মেশিন 

সময়ের সাথে সাথে বাংলাদেশের মানুষের মাঝে কাস্টমাইজেশনের (Customization) চাহিদাটা অনেক বেড়েছে। অর্থাৎ যেকোনো জিনিসকেই নিজের মতো করে নেওয়ার একটি প্রবৃত্তি জেগে উঠেছে। আর সে চাহিদা মেটাতেই বর্তমানে অনেক উদ্যোক্তা মগ, টি-শার্ট, শপিং ব্যাগ ইত্যাদি কাস্টমাইজ করে থাকেন। 

এক্ষেত্রে তাদের ব্যবসার শুরুটাও হতে পারে প্রিন্ট ওয়ার্ল্ডের হাত ধরে। অনেক ধরনের হিট প্রেস মেশিন রয়েছে তাদের কাছে। 

আর এসবের পাশাপাশি সাবলিমেশন পেপার, ইংক, প্রিন্টার কার্টিজ, টোনার, ফটো পেপার ইত্যাদি নানা ধরনের পণ্যের সমাহার পেয়ে যাবেন প্রিন্ট ওয়ার্ল্ডে। 

ওয়েবসাইট 

Print World 

ঠিকানা 

বাসাঃ ৫৫/বি, পুরানো পল্টন, ঢাকা-১০০০, বাংলাদেশ 

মোবাইল 

+880 2 9570682

সাধারণ তথ্যাবলী 

২। টোনারকার্টিজ বিডি (TonerCartidge BD) 

সরাসরি প্রিন্টার এক্সেসরিজের নামেই এই প্রতিষ্ঠানটির নাম। আর তা থেকেই হয়তো বুঝতে পারছেন তাদের বিশেষত্ব সম্পর্কে। সেভাবে প্রিন্টার বিক্রি না করলেও প্রিন্টার মার্কেটে অন্যতম পরিচিত নাম টোনারকার্টিজ বিডি। 

কারণ প্রিন্টারের জন্য যাবতীয় টোনার ও কার্টিজ, সবই পাবেন তাদের কাছে। তবে শুধু টোনার কার্টিজ নয়, তাদের সংগ্রহে রয়েছে ওপিসি ড্রাম (OPC Drum), ডেভলপার (Developer), হিট রোলার (Hit Roller), ক্লিনিং ব্লেড (Cleaning Blade), টোনার চিপ (Toner Chip), ফিড রোলার (Feed Roller), থার্মিস্টরের (Thermistor) মতো যন্ত্রাংশ। 


অর্থাৎ আপনার প্রিন্টারটি যদি নষ্ট হয়ে যায়, অথবা কোনো যন্ত্রাংশের লাইফটাইম শেষ হয়ে যায়, তাহলে ভরসা টোনারকার্টিজ বিডি। 

ওয়েবসাইট 

Toner Cartridge BD 

ঠিকানা 

বাসাঃ ১২, রোডঃ ১৩, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা-১২১২। 

মোবাইল 

01921505674

সাধারণ তথ্যাবলী 

৩। গ্লোবাল ব্র্যান্ডস (Global Brands) 

প্রিন্ট ওয়ার্ল্ডের মতো গ্লোবাল ব্র্যান্ডস সুনির্দিষ্ট প্রিন্টার বিক্রেতা নয়। বরং প্রিন্টারের পাশাপাশি কম্পিউটারের প্রায় সকল পার্টসই বিক্রয় করে থাকে গ্লোবাল ব্র্যান্ডস। তবে এই গ্লোবাল ব্র্যান্ডসই আবার বাংলাদেশে ‘ব্রাদার’ (Brother) প্রিন্টারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। তাই এদেশের প্রিন্টার মার্কেটে খুবই পরিচিত নাম এই ‘গ্লোবাল ব্র্যান্ডস’। 


১৯৯৬ সালে প্রথমবারের মতো যাত্রা শুরু করে গ্লোবাল ব্র্যান্ডস। ১৯৯৭ সালে আসুস (Asus) এবং ১৯৯৮ সালে এফোরটেক (A4Tech) এর মতো ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করে কোম্পানিটি। বর্তমানে ৮০টির বেশি ব্র্যান্ডের সাথে জড়িত তারা। দেশব্যাপী রয়েছে ৩০টিরও বেশি ব্র্যাঞ্চ। তাই প্রিন্টার কিনতে চাইলে গ্লোবাল ব্র্যান্ড অবশ্যই হতে পারে আপনার অন্যতম সঙ্গী। 

ওয়েবসাইট 

Global Brand

ঠিকানা 

১৯/২, পশ্চিম পান্থপথ, ধানমন্ডি, ঢাকা-১২০৫, বাংলাদেশ

মোবাইল 

01729200300

সাধারণ তথ্যাবলী 

৪। জে. এ. এন. অ্যাসোসিয়েটস (J. A. N. Associates) 

বাংলাদেশে ব্রাদার প্রিন্টারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর যেমন গ্লোবাল ব্র্যান্ডস, তেমনই ‘ক্যানন’ এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর জে. এ. এন. অ্যাসোসিয়েটস। তবে শুধু প্রিন্টার নয়, ক্যাননের সব রকমের পণ্যই বিক্রি করে তারা। 

১৯৮৯ সালে চালু হওয়া এই কোম্পানিটি বাংলাদেশের অন্যতম পুরোনো আইটি প্রডাক্টস কোম্পানি। বাংলাদেশের প্রিন্টার বাজারের বিশাল একটি অংশ দখল করে রেখেছে ক্যানন। আর সেই ক্যাননের ইংকজেট, লেজার প্রিন্টার, স্ক্যানার, কপিয়ার সব কিছুই বাংলাদেশে আসে জে. এ. এন. অ্যাসোসিয়েটস এর মাধ্যমে। 

ঢাকায় ১৮টির মতো ডিলার এবং ঢাকার বাহিরে গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, কক্স’স বাজার, রাজশাহী, নাটোর, পাবনা, রংপুর, লালমনিরহাট, খুলনা সহ আরও নানা জেলায় ডিলার রয়েছে তাদের। 

ওয়েবসাইট 

জে. এ. এন. অ্যাসোসিয়েটস 

ঠিকানা 

বাসাঃ ৫/২, ব্লকঃ এ, লালমাটিয়া, ঢাকা-১২০৭ 

মোবাইল 

01976-806362

সাধারণ তথ্যাবলী 

৫। ফ্লোরা লিমিটেড (Flora Limited) 

বাংলাদেশের স্বাধীনতার পর একদম প্রথম যেই কোম্পানিগুলো আইটি (IT) পণ্য বিক্রি শুরু করে, তাদের ভেতর ফ্লোরা অন্যতম। তাদের কার্যক্রম শুরু হয় সেই ১৯৭২ সালের ১লা এপ্রিল। সে হিসেবে এ তালিকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রতিষ্ঠান এটি। 

বাংলাদেশের প্রিন্টার বাজারে সবচেয়ে বড় নামের একটি ‘ফ্লোরা’। শুধু ইংকজেট ও লেজার প্রিন্টার নয়, এসবের পাশাপাশি লার্জ ফরম্যাট প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টার, প্রডাকশন প্রিন্টিং সিস্টেম, থ্রিডি প্রিন্টার, পজ প্রিন্টার সবই বিক্রি করে ফ্লোরা লিমিটেড। 



প্রিন্টারের পাশাপাশি প্রিন্টার সংক্রান্ত সকল এক্সেসরিজও পেয়ে যাবেন ফ্লোরাতে। প্রিন্টহেড (Print Head) থেকে শুরু করে রিবন কার্টিজ (Ribon Cartidge), ফিডিং ইউনিট (Feeding Unit) , পেডাস্টাল (Pedastal), কপি ট্রে (Copy Tray) সবই পাবেন তাদের ভান্ডারে। এমনকি প্রিন্টারের কাস্টম (Custom) পাওয়ার ক্যাবলও প্রয়োজনে দিয়ে থাকে তারা। 

ওয়েবসাইট 

Flora Limited

ঠিকানা (হেড কোয়ার্টার) 

ডিআর টাওয়ার (তৃতীয় তলা), ৬৫/২/২ (বক্স কালভার্ট রোড), বীর প্রতীক গাজী গোলাম দস্তগীর রোড, পুরানো পল্টন, ঢাকা-১০০০ 

মোবাইল 

০৯৬১২৩০০৭০০

সাধারণ তথ্যাবলী 

শেষকথা 

সারা বিশ্বব্যাপী প্রায় ৪৭.৫ বিলিয়ন ডলারের বাজার রয়েছে প্রিন্টারের। এই বিশাল বাজারের ক্ষুদ্র একটি অংশ বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বিকশিত হচ্ছে। প্রিন্টার এমন একটি জিনিস যা আগামী অন্তত আরও ৫০ বছর ব্যবহৃত হবে বিশ্বের নানা প্রান্তে। বাংলাদেশে যদিও শুধু প্রিন্টার বিক্রেতা প্রতিষ্ঠান কম, তবে অন্যান্য এক্সেসরিজের তুলনায় প্রিন্টার খুব দ্রুতই শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে। আর আপনারও যদি থেকে থাকে প্রিন্টারের চাহিদা, তাহলে উল্লেখিত প্রতিষ্ঠান গুলোই হতে পারে আপনার চাহিদা মেটানোর সঙ্গী।

Previous Post

Next Post

Related Posts

তাফসিরের আলোকে রমজানের রাত্রিঃ লাইলাতুল কদরের মহিমা

27-03-2025

Miscellaneous

তাফসিরের আলোকে রমজানের রাত্রিঃ লাইলাতুল কদরের মহিমা

রমজান মাস হচ্ছে কুরআন নাজিলের মাস। আর এই মাসেই রয়েছে এমন...

Read More
ইতেকাফের বিধান ও রমজানের শেষ দশকের গুরুত্ব

27-03-2025

Miscellaneous

ইতেকাফের বিধান ও রমজানের শেষ দশকের গুরুত্ব

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বরকতময়, রহমতপূর্ণ...

Read More
স্বাধীনতার ৫০+ বছর পরও ২৬ মার্চ আমাদের কী শেখায়?

25-03-2025

Miscellaneous

স্বাধীনতার ৫০+ বছর পরও ২৬ মার্চ আমাদের কী শেখায়?

প্রতি বছর ২৬ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন...

Read More

Trending

About MAWblog

MAWblog strives to provide a platform for authors, reporters, business owners, academics, people who do writing as a hobby and concerned citizens to let their voices be heard by a wider community. Our goal is to publish contents that are in line with our core goals of promoting sustainable business practices, improving community harmony and facilitating knowledge sharing and ethical labour market practices.

We invite you to write and publish under any of our nine chosen categories and make an impact towards building a better and more sustainable future.

Sign Up for Our Weekly Fresh Newsletter