Economy

যে ৫ টি বই আপনাকে ব্যবসায় অথবা কর্মজীবনে অনুপ্রাণিত করবে?

Written by: Farhan Ishrak Fahim

31-08-2023

যে ৫ টি বই আপনাকে ব্যবসায় অথবা কর্মজীবনে অনুপ্রাণিত করবে?

আমরা প্রায় বিভিন্ন সমস্যায় পড়ে দুশ্চিন্তায় ভুগি। ব্যবসায় অথবা চাকরিতে বিভিন্ন প্রতিবন্ধকতা দেখে ঘাবড়ে যাই। কিন্তু, এই সময়ে সামান্য প্রেরণা আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে।

কথায় আছে, “বই হচ্ছে ভালো বন্ধু”। তাই, আজ আমরা এমন ৫ টি বই নিয়ে আলোচনা করেছি যা আপনাদেরকে ব্যবসায় বা কাজে অনুপ্রাণিত করতে পারে।

Life Without Limits

এই বইটি সরাসরি ব্যবসা অথবা চাকরির সাথে সম্পর্কিত না হলেও এটি আপনাকে অনুপ্রাণিত করবে। নিক বুইচিজএমন এক ব্যক্তি যিনি হাত-পা ব্যতীত জম্মগ্রহণ করেছেন। তাই বলে তিনি জীবনে ব্যর্থ হন নাই। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে তিনি Accounting এবং Financial Analysis বিষয়ে পড়ালেখা করেছেন।

তিনি তার জীবনের সংগ্রাম ও সফলতা নিয়ে তার বইয়ে লিখেছেন। আপনি তার জীবন থেকে অনুপ্রাণিত হতে পারেন। তিনি যদি হাত-পা না থাকা সত্তেও থেমে না যান, তাহলে আপনি কেন থেমে যাবেন? সবসময় নিজের কাজে লেগে থাকতে হবে। তাহলে, জীবনে সফলতা আসবে।

The E-Myth Revisited

মাইকেল ই। যারবার ই-মিথ নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। তারা বিশ্ব জুড়ে বিভিন্ন ব্যবসার প্রসার ঘটাতে সাহায্য করেন। তিনি তার অভিজ্ঞতা থেকে The E-Myth Revisited বই লিখেছেন।

তিনি অনেক কাছে থেকে ব্যবসায়ীদের সংগ্রাম দেখেছেন। তাদের এই সংগ্রাম থেকে সামান্য মুক্তি দেয়ার জন্য এই বই লেখা। তিনি প্রায় লক্ষ্য করেছেন যে উদ্যোক্তারা নির্ভুল কাজ করতে গিয়ে সব নিজে করতে চায়। তার অন্যের কাজ  ভালো লাগে না। ফলে, ব্যবসার প্রসার কিভাবে করা যায় সেদিকে কম মনযোগ দেন। জারবার এই বিষয় নিয়ে বইতে কথা বলেছেন। তিনি দেখিয়েছেন যে একজন উদ্যোক্তাকে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি কিভাবে তিনি একজন ভালো পরিচালক হন যাতে তিনি তার কর্মীদেরকে পরিচালনা করে ব্যবসার প্রসার করতে পারেন।

এখানে থেকে প্রায় প্রত্যেক উদ্যোক্তা শিক্ষা গ্রহণ করতে পারেন। এটি তাদেরকে একটি নতুন দৃষ্টিভঙ্গী দিবে। এতে তারা অনুপ্রাণিত হবে।

Think and Grow Rich

Think and Grow Rich আরেকটি বই যেটি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছেন। নেপোলিয়ন হীল এই বই লিখেছিলেন।

তিনি এই বইতে দেখিয়েছেন যে সফলতার আগে সে বিষয়ে চিন্তা করা জরুরী। চিন্তা করলে নিজের লক্ষ্যে পৌছানো সহজ হয়। এছাড়াও, তিনি দেখিয়েছেন যে কিভাবে যে কোন কিছু চাইলে করা সম্ভব। যদি আপনি জানতে চান কিভাবে ধনী হওয়া যায় তাহলে এটি পড়তে পারেন।

The 4-Hour Workweek

The 4-Hour Workweek আপনাকে অলস হতে শেখাবে না। বরং, এটি আপনাকে এটা শেখাবে যে কিভাবে আপনি কম কাজ করে বেশি ফলাফল লাভ করতে পারেন।

এখানে মূলত এটি দেখায় যে বিভিন্ন কাজ Actively না করে কিভাবে Passively automatic করা যায়। টিমেথি ফেরিশ আরও দেখিয়েছেন যে কিভাবে কাজের পাশাপাশি জীবনকে উপভোগ করা যায়। কিভাবে পরিবারের সাথে সময় কাটানো যায়। অনেকের স্বপ্ন থাকে যে কিভাবে কম কাজ করে তাড়াতাড়ি বাসায় যাওয়া যায়। তারা এটি পরে দেখতে পারেন।

Shoe Dog

Shoe Dog বইয়ে নাইকির প্রতিষ্ঠাতা ফিল নাইট তার জীবনের নানা ঘটনা নিয়ে লিখেছেন। আমার মনে হয় এটি যারা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন তা থেকে উত্তরণের জন্য অনুপ্রেরণা পাবেন।

যেমন: ফিল সাধারনত ভেঙে পড়তেন না। যখনই তিনি কোন সমস্যার সম্মুখীন হতেন, তিনি এর সমাধান বের করতেন। অনেক সময় দেখা যায় যে অনেকে সমস্যার সম্মুখীন হলে দুশ্চিন্তা করতে করতে দিন পার করেন। তাদের জন্য এটি অনুপ্রেরনার নতুন দরজা খুলে দিতে পারে।

আশা করি, আমাদের আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ব্লগ পেতে Newsletter subscribe করুন। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইট mawbiz.com.bd এর ব্লগ সেকশনে নজর রাখার জন্য অনুরোধ করা হল।


References -

  1. আপনি কিভাবে ভয়কে জয় করে নিজের স্বপ্ন পূরণ করবেন?

  2. Top 5 Books Every Entrepreneur Should Read

 



Previous Post

Next Post

Related Posts

বাংলাদেশের রিজার্ভ সংকট নিরসন হবে কিভাবে?

28-08-2024

Economy

বাংলাদেশের রিজার্ভ সংকট নিরসন হবে কিভাবে?

গত বেশ কয়েক বছরে বাংলাদেশের ফরেইন রিজার্ভ নিয়ে...

Read More
মুদ্রাস্ফীতির একাল সেকাল

23-05-2024

Economy

মুদ্রাস্ফীতির একাল সেকাল

বাংলাদেশের জনজীবনের সবচেয়ে বড় দুর্ভোগ যেন এখন...

Read More
ঈদের অর্থনীতিঃ বাংলাদেশের যত ব্যবসা ঈদে

09-04-2024

Economy

ঈদের অর্থনীতিঃ বাংলাদেশের যত ব্যবসা ঈদে

পবিত্র রমজান মাস জুড়ে রোজা পালনের মাধ্যমে দেহের...

Read More

Trending

About MAWblog

MAWblog strives to provide a platform for authors, reporters, business owners, academics, people who do writing as a hobby and concerned citizens to let their voices be heard by a wider community. Our goal is to publish contents that are in line with our core goals of promoting sustainable business practices, improving community harmony and facilitating knowledge sharing and ethical labour market practices.

We invite you to write and publish under any of our nine chosen categories and make an impact towards building a better and more sustainable future.

Sign Up for Our Weekly Fresh Newsletter