জনপ্রিয়তার দিক থেকে বিশ্বব্যাপী আয়োজিত আন্তর্জাতিক খেলাগুলোর মধ্যে ফুটবল হচ্ছে অন্যতম জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় খেলা। এই খেলাকে ‘The Greatest Show of The Earth’ হিসেবেও আখ্যা দেন ফুটবল বিশেষজ্ঞরা। ফুটবল শব্দটা মুখে আনলে এর সাথে ফিফা নামটাও চলে আসে। শতবছর ধরে চলমান ফিফার আদতে আয়ের উৎস কি? ফিফা কিভাবে এবং কত অর্থ উপার্জন করে তা আজ জানার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে।
ফিফার পূর্ণরূপ হচ্ছে International Federation of Association Football
ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
ফিফা 1904 সালে প্যারিসে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু 1932 সালে জুরিখে স্থানান্তরিত হয়েছিল কারণ ইউরোপের কেন্দ্রে সুইজারল্যান্ডের অবস্থান, এর রাজনৈতিক নিরপেক্ষতা এবং ফিফার একটি টাইমলাইন অনুসারে "এটি ট্রেনে যোগাযগের জন্য ভালো ছিল"
ফিফার বর্তমান সদস্য সংখ্যা ২১১টি।
প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে। এটি উরুগুয়েতে ১৩ থেকে ৩০ জুলাই, ১৯৩০ সালে হয়েছিল।
ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফির পূর্বনাম ছিলো জুরেলিমে ট্রফি। ফিফার তৃতীয় প্রেসিডেন্ট ফরাসি নাগরিক স্যার জুরেলিমের নামে ১৯৪৬ সালে এর নামকরণ করা হয়।
১৯৭৪ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত মোট ১২ টি আসরের বিজয়ী দেশের নাম খোদাই করা আছে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফিতে।
ট্রফিতে যে পরিমান জায়গা আছে তাতে ২০৩৮ সাল পর্যন্ত আর মাত্র ৫টি দেশের নাম খোদাই করা যাবে।
ফিফা মূলত ৪টি বড় উৎস থেকে অর্থ উপার্জন করে থাকে। এগুলো হচ্ছে -
১. টিভি স্ট্রিমিং রাইটস
২. মার্কেটিং রাইটস
৩. টিকিট সেলিং এবং হসপিটালিটি রাইটস
৪. ব্র্যান্ডিং এবং লাইসেন্সিং রাইটস