Print World
GTA 6 গেমিং এর নতুন ভবিষ্যৎ?GTA 5 কতটা ব্যবসা করেছিল? GTA 5 commercial success, predictions for GTA 6

Description

জিটিএ ৬, গ্র্যান্ড থেফট অটো ৬! ৯০ এর দশক থেকে শুরু করে ২০০০ এর দশকে জন্ম নেওয়া প্রজন্ম দুটোর কাছে এর চেয়ে বেশি পরিচিত গেম মনে হয় আর নেই। সবার কাছে না হলেও, অনেকের কাছেই যে এটি সবচেয়ে প্রিয় গেম, তা আর বলার অবকাশ রাখে না। এটি যেন শুধু এক গেম নয়, এটি যেন শৈশবের স্মৃতি। আর ঠিক সে কারণেই হয়তো এই সিরিজের নতুন গেমটির একটি ট্রেইলার বের হওয়াতেই সবার এতটা আগ্রহ, এতটা উল্লাস। তাই আজকের ভিডিওতে থাকছে জিটিএ ৬ নিয়ে বিস্তারিত। চলুন জেনে নেওয়া যাক কি কি চমক থাকছে গেমটিতে।

  • জিটিএ ৬ কবে মুক্তি পাবে?

     

    জিটিএ ৬ ২০২৫ সালে মুক্তি পাবে। তবে এখনই নির্দিষ্ট তারিখ বলার কোনো সুযোগ নেই। 

  • জিটিএ ৬ এর দাম কত হবে?

    এখনো জিটিএ ৬ এর দাম সম্পর্কে রকস্টার থেকে কিছুই জানানো হয় নি। বিভিন্ন মাধ্যমে এ নিয়ে প্রচুর আলোচনা হলেও, আসলে কোনো আলোচনার তেমন ভিত্তি নেই। তবে যেহেতু ২ বিলিয়ন ডলার বাজেটের গেম, তাই এর খুচরা দামও কম হবে না নিশ্চিত ভাবেই বলা যায়।

  • জিটিএ ৬ কি কম্পিউটারের জন্য মুক্তি পাবে?

     

    জিটিএ ৬ প্রথমে শুধু পিএস৫ (PS5) এবং এক্সবক্স এক্স (XBOX X) এ মুক্তি পাবে। 

  • জিটিএ ৬ কম্পিউটারে কবে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে?

    সে নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবে জিটিএ ৫ কনসোলের জন্য মুক্তি পেয়েছিলো ২০১৩ সালে এবং কম্পিউটারর জন্য মুক্তি পেয়েছিলো ২০১৫ সালে। রকস্টার একই রকম সময়সীমা মেনে চললে হয়তো ২০২৭ সালে কম্পিউটারের জন্য জিটিএ ৬ মুক্তি পাবে।

  • জিটিএ গেম গুলো কম্পিউটারের এত পরে মুক্তি পাওয়ার কারণ কি?

     

    প্রধান কারণ হলো পাইরেসি (Piracy)। কম্পিউটারে যেকোনো গেম মুক্তি পাওয়ার কিছু দিন পরেই সে সকল গেম ক্র্যাক হয়ে সারা বিশ্বে ছড়িয়ে পরে। ফলে গেম পাবলিশিং কোম্পানি গুলোর বিক্রি অনেক বেশি কমে যায়। তাই প্রথমে কনসোলের মাধ্যমে ভাল পরিমাণ বিক্রি করে এরপরেই কম্পিউটার ভার্সন মুক্তি দেওয়া হয়। 

  • জিটিএ সিক্স এর মিনিমাল সিস্টেম রিকোয়ারমেন্টস (Minimum System Requirements) কি হবে?

     

    এটি এখনই বলার কোনো সুযোগ নেই। কনসোলের ক্ষেত্রে কনসোলের জন্য অপটিমাইজ করেই গেমটি বানানো হবে। কিন্তু যেহেতু কম্পিউটারের ক্ষেত্রে এখনই মুক্তি পাচ্ছে না, তাই মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টস নিয়ে কিছু বলা যাচ্ছে না। 

  • জিটিএ ৬ খেললে কি হিংস্রতা জন্মানোর সম্ভাবনা আছে?

     

    একটি বিশাল সংখ্যক ব্যক্তি তেমনটাই মনে করেন। এমনকি অনেক সাইকোলজিস্ট ও সে পক্ষেই মতামত দেন। কিন্তু রকস্টার বিষয়টিকে ভিন্ন ভাবে উপস্থাপন করে থাকে। তাদের ভাষ্যমতে, এই গেমটি একজন ব্যক্তির সারা দিনের সমস্ত হতাশা, দুঃখ কষ্ট বের করার একটি চমৎকার মাধ্যম হিসেবে কাজ করে মানুষটিকে সুস্থ থাকতে সহায়তা করে। জিটিএ সিরিজের বিশাল ফ্যান-ফলোয়াররা এ পক্ষেই মতামত দেন। 

  • জিটিএ গেম গুলো কি বাচ্চাদের খেলার উপযোগী?

    একদমই নয়। যদিও এদেশের অনেক বাচ্চাই জিটিএ খেলেই বড় হয়েছে, তবে জিটিএ সিরিজের সকল গেমই ১৮+ রেট করা থাকে।

Close
Advanced Emotional Intelligence for Leaders (AEIL)
MAwbiz.com
Research Methodology & Paper Publication (With SPSS and AMOS basic)