ইজরায়েলী অর্থনীতির প্রথম মোড়টি সৃষ্টি হয় ১৯৫২ সালে। সে সময় পশ্চিম জার্মানির সাথে ইজরায়েলের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইহুদী পরিবারসমূহের ফেলে যাওয়া সকল অর্থ-সম্পদ ও হলোকাস্টের ক্ষতিপূরণ হিসেবে পশ্চিম-জার্মানি ইজরায়েলকে বিশাল অংকের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ১৯৫২-১৯৬৬, এই ১৪ বছরে জার্মানি ৭১৪ মিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতিপূরণ দেয়। বর্তমান হিসেবে তা ৭ বিলিয়ন ডলারেরও বেশি। এছাড়াও ৫০ এর দশকের শুরুর দিকে ইজরায়েলের সরকারি বন্ডে আমেরিকা ও কানাডিয়ান নাগরিকদের বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। মাত্র এক বছরের মাথাতেই সেই বিনিয়োগের পরিমাণ হয়ে দাঁড়ায় ৫০ মিলিয়নের অধিক। এছাড়াও বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ইহুদী ধর্মাবলম্বীদের অনুদান পেতে থাকে রাষ্ট্র ইজরায়েল। ১৯৫৬ সালের দিকে যার পরিমাণ ছিল বছরে ১০০ মিলিয়ন ডলারেরও অধিক। এই বিশাল পরিমাণ ক্ষতিপূরণ, বিনিয়োগ ও অনুদানের কারণে ইজরায়েলের অর্থনীতি স্থিতিশীল হতে খুব একটা সময় লাগে নি।
পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যুদ্ধও ইজরায়েলের জন্য নতুন কিছু নয়। কিন্তু যতবারই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ততবারই একটি প্রশ্ন উঠে এসেছে যে, ইজরায়েলের অর্থনৈতিক শক্তির ভিত্তি আসলে কি? ঠিক কিভাবে প্রতিবেশী দেশসমূহের সাথে এতটা সমস্যা থাকার পরেও ইজরায়েলের অর্থনীতি তাদের সবার থেকে ভাল। এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে অনেক গভীরে, বিশ্লেষণ করতে হবে তাদের অর্থনৈতিক ভিত্তি। আর ঠিক সেসব প্রশ্নের উত্তরই থাকছে এই ভিডিওটিতে।
১৯৪৮ সালে প্রথম আরব-ইজরায়েল যুদ্ধ হয়।
ইজরায়েল এবং জার্মানির মধ্যে চুক্তি অনুযায়ী জার্মানিতে ইহুদী পরিবারসমূহের ফেলে যাওয়া সকল অর্থ-সম্পদ ও হলোকাস্টের ক্ষতিপূরণ হিসেবে পশ্চিম-জার্মানি ইজরায়েলকে বিশাল অংকের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।
১৯৬৭ সালে মাত্র ৬ দিনে যুদ্ধজয়ী ইজরায়েলের অতি-আত্নবিশ্বাসী মনোভাব আত্নঘাতী হয়ে দাঁড়ায় ১৯৭৩ সালের যুদ্ধে। তবে ১৯৭৩ সালের আরব-ইজরায়েল যুদ্ধের পর পরেই ধ্বস নামতে শুরু করে ইজরায়েলের অর্থনীতিতে।
১৯৮৫ সালে চরম অর্থনৈতিক দুরবস্থায় ইজরায়েলের পুরানো মুদ্রা বাতিল করা হয়।
ব্যাংক লিউমির যাত্রা শুরু ইজরায়েল রাষ্ট্রের জন্মেরও ১২০ বছর আগে লন্ডনে।
যুক্ত্ররাষ্ট্র, আজ অবধি ৩১৭.৯ বিলিয়ন ডলারের সাহায্য দিয়েছে তারা
২০২২ সালের তথ্য অনুযায়ী ইজরায়েলের মাথা পিছু আয় প্রায় ৫৫ হাজার মার্কিন ডলার।
২০২২ সালে ইজরায়েলের জিডিপি ছিল ৫২২ বিলিয়ন ডলার।