ইসরায়েল কিভাবে ধনী রাষ্ট্র হল? | The history of Israel's economy

Description

ইজরায়েলী অর্থনীতির প্রথম মোড়টি সৃষ্টি হয় ১৯৫২ সালে। সে সময় পশ্চিম জার্মানির সাথে ইজরায়েলের একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইহুদী পরিবারসমূহের ফেলে যাওয়া সকল অর্থ-সম্পদ ও হলোকাস্টের ক্ষতিপূরণ হিসেবে পশ্চিম-জার্মানি ইজরায়েলকে বিশাল অংকের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। ১৯৫২-১৯৬৬, এই ১৪ বছরে জার্মানি ৭১৪ মিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতিপূরণ দেয়। বর্তমান হিসেবে তা ৭ বিলিয়ন ডলারেরও বেশি। এছাড়াও ৫০ এর দশকের শুরুর দিকে ইজরায়েলের সরকারি বন্ডে আমেরিকা ও কানাডিয়ান নাগরিকদের বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। মাত্র এক বছরের মাথাতেই সেই বিনিয়োগের পরিমাণ হয়ে দাঁড়ায় ৫০ মিলিয়নের অধিক। এছাড়াও বিশ্ব জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ইহুদী ধর্মাবলম্বীদের অনুদান পেতে থাকে রাষ্ট্র ইজরায়েল। ১৯৫৬ সালের দিকে যার পরিমাণ ছিল বছরে ১০০ মিলিয়ন ডলারেরও অধিক। এই বিশাল পরিমাণ ক্ষতিপূরণ, বিনিয়োগ ও অনুদানের কারণে ইজরায়েলের অর্থনীতি স্থিতিশীল হতে খুব একটা সময় লাগে নি।

পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যুদ্ধও ইজরায়েলের জন্য নতুন কিছু নয়। কিন্তু যতবারই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ততবারই একটি প্রশ্ন উঠে এসেছে যে, ইজরায়েলের অর্থনৈতিক শক্তির ভিত্তি আসলে কি? ঠিক কিভাবে প্রতিবেশী দেশসমূহের সাথে এতটা সমস্যা থাকার পরেও ইজরায়েলের অর্থনীতি তাদের সবার থেকে ভাল। এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে অনেক গভীরে, বিশ্লেষণ করতে হবে তাদের অর্থনৈতিক ভিত্তি। আর ঠিক সেসব প্রশ্নের উত্তরই থাকছে এই ভিডিওটিতে।

Close
MAwbiz.com