আপনি কি জানেন, সাদাকালোর পরিবর্তে রিমোট চালিত রঙিন টিভির যুগের সূচনা হয়েছিলো স্যামসাং এর হাত ধরে! হ্যাঁ, স্যামসাং ব্রান্ডের কথা বলছি যে ব্রান্ডের ফোন দিয়েই আপনি হয়তো এই লেখাটি পড়ছেন। শুধু রঙিন টেলিভিশন আর স্মার্টফোন নয়, ফ্রিজ থেকে শুরু করে ফাইটার জেট, হেলিকপ্টার আরোও নানান কিছু বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আজকে আমরা জানবো, কিভাবে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছিলো ১৯৩৮ সালে, জানবো এর গ্রোথ স্ট্রাটেজি সহ আরোও নানান দিক সম্পর্কে।
স্যামসাং শব্দের অর্থ ‘তিন তারকা’
লি বিয়ং চল
স্যামসাংয়ের জাহাজ নির্মাণের অঞ্চলটি ৫ হাজার ২০৪ টি ফুটবল মাঠের সমান
দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় এই কোম্পানিটি দক্ষিণ কোরিয়ার মোট জিডিপির ১৭ শতাংশ