১৯৭১ সালের শেষের দিকের কথা। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলার মানুষ ফিরে পেয়েছিলো তাদের নিজেদের রাষ্ট্র। এই যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রে তখন তুমুল হাহাকার। দেশে ভালো কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, ভালো কোনো সংগঠন কিংবা এনজিও নেই যারা এই বিধ্বস্ত দেশের বিধ্বস্ত-অসহায় মানুষগুলোর ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাত বাড়িয়ে দিতে পারে। সাহায্যকারী সংগঠন বা এনজিও হিসেবে বিদেশি কিছু সংগঠন থেকে নিয়মিত ত্রাণ আসতো। ব্যস এটুকুই! সেই সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের অনেক কাজ ছিল। তাই সরকারের পাশাপাশি কয়েকটি ছোট প্রতিষ্ঠান সেইসব উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে। এদের মধ্যে ব্রাক অন্যতম। তবে আজ আর ব্র্যাক ছোট প্রতিষ্ঠান নেই। দেশের পুনর্গঠন এবং উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে এগিয়ে আসা সেই ছোট্ট ব্র্যাক আস্তে আস্তে নিজেকে অনেকদূর এগিয়ে নিয়ে গেছে। হয়ে উঠেছে বিশ্বের অন্যতম প্রধান জনপ্রিয় এনজিও সংস্থাগুলোর শীর্ষস্থানীয় একটি।