যে ১০ টি AI Startup Idea ভবিষ্যতে লাভজনক ব্যবসা হতে পারে | 10 profitable AI STARTUP Ideas

Description

একটা সময় ছিল যখন শুধুমাত্র বিজ্ঞানীরা AI নিয়ে কাজ করত। কিন্তু, Chat GPT আসার পর যে কেউ এখন এর সুবিধা গ্রহণ করতে পারছে। এটি প্রযুক্তি খাতে এক নতুন বিপ্লব নিয়ে এসেছে। আগে যেমন বলেছি নতুন প্রযুক্তি কিছুচাকরির খাত নষ্ট করে ও নতুন চাকরির খাত তৈরি করে। Chat GPT আসার পর ঠিক একই ট্রেন্ড শুরু হয়েছে।

শুধু যে এটা চাকরির ক্ষেত্রে ঘটে তাই নয়। এটি ব্যবসার ক্ষেত্রেও ঘটে থাকে। এখন অনেকে কৃত্তিম বদ্ধিুমত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। আর, যাদের মাথায় সবসময় ব্যবসার নতুন আইডিয়া ঘুরপাক খায়, তাদের কাছে এটি নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। চলনু জানা যাক সেরকম কিছু আইডিয়া।

  • কৃত্রিম বুদ্ধিমত্তা কি?

    কৃত্তিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন সফটওয়ার যা নিজে নিজে মানুষের মত কাজ করতে পারে। এটিকে প্রথমে শেখানো হয় যে কিভাবে কাজ করতে হয়। তারপর, এটি নিজে নিজে কাজ করতে পারে।

  • র‍্যানসমওয়্যার কি?

    র‍্যানসমওয়্যার হচ্ছে এমন ক্ষতিকর প্রোগ্রাম যা কম্পিউটারে ঢুকতে পারলে সব ফাইল লক করে দেয়। ফাইল লক হয়ে গেলে আনলক করার জন্য হ্যাকারকে টাকা দিতে হয়। তা না হলে ফাইল ফেরত পাওয়া যায় না। এ থেকে বাচার উপায় হচ্ছে সবসময় সব সফটওয়ার ও অ্যান্টিভাইরাস হালনাগাদ করতে হবে, ক্ষতিকর ওয়েবসাইট এড়িয়ে চলতে হবে ও ক্রাক সফটওয়ার পরিহার করতে হবে।

  • ফিশিং আক্রমণ কি?

    ফিশিং আক্রমণ হচ্ছে বাস্তবে মাছ ধরার মত। আপনাকে বিভিন্ন লোভনীয় উপহার লোভ দেখিয়ে আসল ওয়েবসাইটের মত দেখতে নকল ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখানে লগ ইন করলে আপনার একাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকারের কাছে চলে যাবে। এ থেকে বাচার উপায় হচ্ছে লোভনীয় উপহার এড়িয়ে যেতে হবে, লগ ইন করার আগে ওয়েবসাইটের ঠিকানার বানান ভালোভাবে দেখতে হবে।

Close
MAwbiz.com