Chat GPT যে ১০ চাকরি নিয়ে নিতে পারে | What are the 10 jobs that will be obsolete due to Chat GPT

Description

Chat GPT হচ্ছে একটি AI chat bot. একে কোন কিছু জিজ্ঞাসা করলে মানুষের মত উত্তর দিতে পারে। এটি ব্লগ, কবিতা থেকে শুরু করে গবেষণা পত্র পর্যন্ত লিখতে পারে। এমনকি, এটি আপনার জন্য কোড লিখে দিতে পারে। Chat GPT আসার পর অনেকেই আতঙ্কে আছে যে এটি তার চাকরি নিয়ে নিবে। Goldman Sacs জানিয়েছে যে ৩শত মিলিয়ন চাকরি চলে যেতে পারে।

আসলেই কি Chat GPT আমাদের চাকরি নিয়ে নিতে পারে? জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন।

  • Chat GPT কি বিনামূল্যে ব্যবহার করা যায়?

    হ্যা, Chat GPT বিনামূল্যে ব্যবহার করা যায়। তবে, শুধুমাত্র ৩.৫ সংস্করণ ব্যবহার করা যায় যা Text support করে। এর পরবর্তী সংস্করণ যা Text and image support করে সেটা ব্যবহার করতে চাইলে Chat GPT Plus টাকা দিয়ে কিনতে হবে।

  • Chat GPT কিভাবে মোবাইলে ব্যবহার করা যায়?

    যদি আপনি Android ব্যবহার করেন তাহলে https://chat.openai.com ওয়েবসাইটে গিয়ে ব্যবহার করুন। Playstoreএ কিছু এপ আছে। তবে, সেগুলি Open AI দ্বারা পরিচালিত নয় এবং নিরাপদ নয়। আর, যদি আইফোন ব্যবহার করেন তাহলে Open AI এর এই এপ ব্যবহার করতে পারেন।

  • Bing Chat AI কি?

    Open AI Chat GPT নিয়ে আসার পর মাইক্রোসফট এতে বিনীয়গ করে। এর পাশাপাশি তারা নিজেদের কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে আসে যার নাম দেয় Bing Chat AI. বর্তমানে, এটি বিনামূল্যে ব্যবহার করা যায়। কম্পিউটারে Microsoft Edge দিয়ে ব্যবহার করা যায়। এছাড়া, স্কাইপে এর বট আছে। এমনকি, এটি তাদের কিবোর্ড এপেও আছে।

  • আমি Chat GPT Plus subscription কিনলে কি সুবিধা পাব?

    আপনি Chat GPT Plus subscription কিনলে নিম্নলিখিত সুবিধা পেতে পারেন। যেমন:

    • Chat GPT 4 ব্যবহার করতে পারবেন।
    • ছবি ব্যবহার করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন।
    • সবসময় হালনাগাদকৃত তথ্য পাবেন।
    • বিনামূল্যে যেটা ব্যবহার করা যায় তাতে ২০২১ সাল পর্যন্ত তথ্য আছে। এর পরের তথ্য নেই।
    • প্লাগইন ইনস্টল করে Chat GPTএর সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন।
Close
MAwbiz.com