Print World
প্রকল্পের গুণগত মান বজায় রাখার জন্য কি করতে হয়?

Description

একটি প্রকল্পে শুধু কাজ করলে হয় না। সে কাজের অগ্রগতি নিয়মিত তত্ত্বাবধায়ন করতে হয়। নিয়মিত নিজের কাজে উন্নতি নিয়ে আসতে হয়। কিভাবে কাজের অগ্রগতি যাচাই করা যায়, প্রকল্পের মান নিশ্চিত করা যায় ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।

  • SV এবং CV 0 থাকার অর্থ কি?

    SV ও CV 0 থাকার অর্থ হচ্ছে কাজটি যে সময় শেষ হওয়ার কথা ছিল ও যে পরিমাণ খরচ হওয়ার কথা ছিল সে সময়ে শেষ হয়েছে ও সে পরিমাণ খরচ হয়েছে। কম অথবা বেশি হয় নাই।

  • Check sheet কি?

    Check sheet হচ্ছে পণ্য অথবা কাজের গুণগত মান নিশ্চিত করার একটি প্রক্রিয়া। একটি রূপরেখা তৈরি করা হয় যে কোন কোন মানদন্ড অনুসরণ করে মান নিশ্চিত করা হবে। পরবর্তীতে, সে রূপরেখা দ্বারা মান যাচাই করা হয়।

  • Pareto Analysis কি?

    Pareto Analysis হচ্ছে আরেকটি মান যাচাই করার প্রক্রিয়া। এর মূল ধারণা হচ্ছে ২০% কাজ করে ৮০% ফলাফল লাভ করতে হবে। কাজের মান যাচাই করার সময় যে সব সমস্যা সবচেয়ে বেশি প্রকট সে সমস্যাসমূহ সমাধান করলে প্রকল্পের মান নিশ্চিত করা যাবে। ফলে, প্রকল্পের কর্মচারীকে সব সমস্যা সমাধান করতে হবে না।

  • Sampling method কি?

    Sampling method হচ্ছে মান নিশ্চিত করার জন্য পণ্য বাছাই করার নিয়মতান্ত্রিক পদ্ধতি। এটি ব্যবহার করে অনেকগুলি পণ্যের মধ্য থেকে কিছু সংখক পণ্যকে বাছাই করা যায় যাতে সহজে মান যাচাই করা যেতে পারে।

Close
MAwbiz.com
Research Methodology & Paper Publication (With SPSS and AMOS basic)