Print World
Project Management কি? একজন Project Manager কি করেন?

Description

আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি উন্নত মানের Project management প্রকল্প সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করে। আর, সে জন্য Project manager এর ভূমিকা অনস্বীকার্য।

এই ভিডিওতে Project management কি, একজন Project manager কি করেন ও Good manager and effective manager এর মধ্যকার পার্থক্য নিয়ে আলোচনা করা হয়েছে।

  • Executive sponsor কি?

    Executive sponsor হচ্ছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা প্রকল্পের উদ্যোগ গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। যেমন: বাংলাদেশ সরকার মেট্রোরেল তৈরি করেছে। এখানে বাংলাদেশ সরকার হচ্ছে Executive sponsor.

  • Project sponsor কি?

    Project sponsor প্রতিষ্ঠানের একটি অংশ যারা Executive sponsor এবং প্রকল্পের অন্যান্য অংশীদারদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তারা মূলত প্রকল্পের কৌশলগত দিক নিয়ে কাজ করে। যেমন: কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তার সমাধান করা, বিভিন্ন যন্ত্রপাতির ব্যবস্থা করা ইত্যাদি। যেমন: বাংলাদেশ সরকার মেট্রোরেলের কাজ শুরু করলেও, Road Transport Authority এর তত্বাবধায়ন করেন। বিভিন্ন প্রতিবন্ধকতার সমাধান করেন।

  • Stakeholder কি?

    Stakeholder হচ্ছে প্রকল্পের সেসব অংশ যারা প্রকল্পের মাঠ পর্যায়ে কাজ করেন। যেমন: Project manager, সাধারণ শ্রমিক ইত্যাদি।

Close
MAwbiz.com
Research Methodology & Paper Publication (With SPSS and AMOS basic)