Print World
নেতৃত্ব কি? নিজে কি নিজের নেতা হওয়া যায়?

Description

নেতৃত্ব আমাদের জীবনের একটি গুণ। এটি ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা অনেক সময় মনে করি যে আমরা অন্যকে নেতৃত্ব দিব। কিন্তু, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি নিজেকে নেতৃত্ব দিতে পারেন? এই ভিডিওতে নেতৃত্ব কি, নিজে কিভাবে নিজের নেতা হওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে।

  • স্ব-নেতৃত্ব কেন গুরুত্বপূর্ণ?

    আমাদের প্রত্যেকের নিজ নিজ জীবনে স্ব-নেতৃত্ব চর্চা করা উচিত। এটি আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা করে। আমরা সম্যানুবর্তিতা, শৃঙ্খলা ইত্যাদি বজায় রেখে লক্ষ্যে পৌছাতে পারি।

  • যিনি স্ব-নেতৃত্ব চর্চা করেন তিনি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন?

    স্ব-নেতৃত্ব শুনতে যতটা চমকপ্রদ মনে হয় বাস্তবে ততটা সহজ না। তাকে এর জন্য অনেক কসরত করতে হয়। যেমন:

    • সময়মত কাজ করতে হয়।
    • সবসময় ইতিবাচক থাকতে হয়।
    • আমাদের অনেক কিছু নিয়ে ভয় হয়। সেই ভয়কে জয় করতে হয়।
    • বিভিন্ন কারণে পথভ্রষ্ট হয়ে যায়। সে প্রতিবন্ধকতা কাটিয়ে আবার নিজের লক্ষ্যের পথে ফিরে আসতে হয়।

    উপরোক্ত নানা ধরনের সমস্যার মোকাবেলা করে একজন নেতাকে তার জীবনে সফল হতে হয়।

Close
MAwbiz.com
Research Methodology & Paper Publication (With SPSS and AMOS basic)