Inventory and Warehouse পরিচালনার অ, আ, ক, খ

Description

আপনি কি Warehouse এ কাজ করেন? আপনি কি Inventory ব্যবস্থাপনা করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন? তাহলে, এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে সুচারুভাবে Inventory ব্যবস্থাপনা করা যায় এবং Warehouse পরিচালনা করা যায় তা এই ভিডিওতে আলোচনা করা হবে।

  • FIFO কি?

    FIFO এর পূর্ণরূপ হচ্ছে First in First out. যে পণ্য আগে এসেছে সেটা Store থেকে আগে বের হবে। পরে, অন্য পণ্য বের হবে।

  • LIFO কি?

    LIFO হচ্ছে Last in First out. অনেক সময় পণ্য সঠিক ক্রমানুসারে রাখা হয় না। পরে যে পণ্য এসেছে সেটা আগে রেখে দেয়। পরে, কেউ মাল নিতে আসলে সেটা আগে নিয়ে যায়। এটি হচ্ছে Last in First out.

  • FEFO কি?

    FEFO হচ্ছে First Expire First Out. অনেক সময় বিভিন্ন পণ্য থাকে যেগুলির মেয়াদ আগে শেষ হয়ে যায়। তখন, সেগুলি আগে বিক্রয় করে ফেলতে হয়। সেক্ষেত্রে, আগে যেটা মেয়াদ শেষ হবে সেটি আগে বিক্রয় করা হবে। পরে, অন্য পণ্য বিক্রয় করা হবে।

  • HIFO কি?

    HIFO হচ্ছে High Impact First Out. যদি এমন পণ্য থাকে যে মেয়াদ শেষ হয় নাই কিন্তু মূল্য বেশি তখন সেটিকে আগে বিক্রয় করা হয়। একে HIFO বলা হয়।

  • Public Warehouse কি?

    সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন Cold storage হচ্ছে  Public warehouse. এখানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য সংরক্ষণ করে। অনেক সময় অনেক প্রতিষ্ঠান নিজস্ব Warehouse বানাতে পারে না বা সেটা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ খরচ বহন করতে সক্ষম নয়। তখন, তারা সরকার পরিচালিত Warehouse ব্যবহার করে কম খরচে পণ্য সংরক্ষণ করেন।

  • Bonded house কি?

    বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলি শতভাগ রপ্তানিমুখী। যেমন: বিভিন্ন পোশাক নির্মাণ প্রতিষ্ঠান। তারা কোন প্রকার শুল্ক বা কর প্রদান করা ছাড়াই পণ্য আমদানি করতে পারে। তারা পণ্য আমদানি করে যে Warehouse এ রাখে সেটা হচ্ছে Bonded house.

  • SKU কি?

    SKU হচ্ছে Stock Keeping Unit. এটি দ্বারা প্রত্যেকটি পণ্য সনাক্ত করার জন্য কিছু নম্বর বা সংকেত ব্যবহার করা হয়। সে নম্বর ব্যবহার করে সে পণ্য সনাক্ত করা এবং অন্যান্য পণ্য থেকে আলাদা করা যায়। 

Close
Research Methodology & Paper Publication (With SPSS and AMOS basic)
MAwbiz.com