আজকাল আমরা অনেকেই মোবাইল দিয়ে ছবি তুলে থাকি। কিন্তু, কিভাবে ছবি তুললে, কি কি বিষয় লক্ষ রেখে ছবি তুললে, কোন App দিয়ে Edit করলে আকর্ষণীয় ছবি তুলতে পারব তা আমরা অনেকেই জানি না। আজ এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে ছবি তুলে কোন App দিয়ে Edit করলে আকর্ষণীয় ছবি সবাইকে দেখাতে পারবেন।
যেহেতু লাইকার একটি সুনাম আছে সেহেতু ফোনের ক্যামেরা কিছুটা হলেও উন্নত হবে। লাইকা Sensor বানায় না। তারা ল্যান্স বানায়। অন্ততপক্ষে, ল্যান্স ভাল মানের পাওয়া যাবে। তবে, ল্যান্সের যত্ন নিতে হবে। তা না হলে ভাল ছবি আসবে না।
আইফোন ১১ এবং তার পরবর্তী সংস্করণে HDR ছবিকে Deep fusion বলে নামকরণ করা হয়। এটি Ultra wide angle lans দিয়ে ছবি তুললে কাজ করে না। Normal lans দিয়ে ছবি তুলতে হয়। এর পাশাপাশি Camera settings থেকে “Photos captured outside the frame” বন্ধ করতে হবে। তাহলে HDR ছবি তোলা যাবে।