Print World
অস্ট্রেলিয়ায় পড়ালেখা, আর নয় দুশ্চিন্তা

Description

আমাদের অনেকের বিদেশে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার সপ্ন থাকে। কিন্তু, সঠিক জ্ঞান এবং Guideline না থাকায় অনেক সময় এটি কঠিন হয়ে যায়। আজ আমরা জানব কিভাবে সহজ পন্থায় কি কি অনুসরণ করে সহজে অস্ট্রেলিয়ায় পড়তে যেতে পারি। এছাড়াও, অস্ট্রেলিয়ায় স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রস্তুত করা, ভিসা রিকয়ারমেন্ট এবং ক্যারিয়ারের সুযোগ সহ অন্যান্ন মূল্যবান টিপস পাবেন।

  • প্রশ্ন ১. অনেক সময় Employment or Experience Related Document থাকে না। সেক্ষেত্রে কি করণীয়?

    এটা খুবই দুখজনক যদি আপনি যে প্রতিষ্ঠানে আছেন তারা এ বিষয়ে সাহায্য করতে না চায়। সেক্ষেত্রে আপনি আপনার Supervisor এর সাথে কথা বলে দেখতে পারেন। কারণ, এসব কাগজপত্র শুধুমাত্র যে Admission এর জন্য লাগবে তাই নয়। বরং, পরবর্তী অন্য কোথাও চাকরি করতে গেলে তখনও লাগবে। আপনি আপনার বর্তমান Supervisor থেকে Referee Report or Any Recommendation Letter নিতে পারেন।

  • প্রশ্ন ২. বাংলাদেশে কেউ নার্সিংয়ে পরে কি অস্ট্রেলিয়াতে পড়তে পারে? সেক্ষেত্রে কি অতিরিক্ত কোন পরীক্ষা দিতে হয়?

    হ্যা, আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে নার্সিংয়ে পড়তে যেতে পারবেন। ভর্তি হওয়ার জন্য অতিরিক্ত পরীক্ষা দিতে হয় না। অস্ট্রেলিয়াতে দুই ধরনের নার্সিং কোর্স আছে। সাধারনত, ভর্তি প্রক্রিয়া একই হয়ে থাকে। এটি একটি উচ্চ চাহিদাসম্পন্ন কেরিয়ার। অনেকে পড়ালেখা শেষ করার আগেই চাকরি পেয়ে যায়। 

    সেখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদা নার্সিং প্রোগ্রাম আছে। সেখানে বিভিন্ন দেশ থেকে পড়তে যায়। এমনকি অনেকে অন্য বিষয় থেকেও নার্সিংয়ে পড়তে পারে।

Close
Advanced Emotional Intelligence for Leaders (AEIL)
MAwbiz.com
Research Methodology & Paper Publication (With SPSS and AMOS basic)