Print World
কর্পোরেট ট্যাক্স রিটার্ন কিভাবে তৈরি করতে হয় | How to file corporate tax return

Description

এই ভিডিওতে আমরা কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইলিং নিয়ে আলোচনা করবো। কর্পোরেট ট্যাক্স রিটার্ন তৈরির কিছু টেকনিক্যাল বিষয় যেমন, AIT, ডেপ্রিসিয়েশন, এলাউএবল ডিডাকশন, এমেন্ডেড রিটার্ণ এবং আইনের বেশ কিছু ট্যাক্স রিলেটেড সেকশন সম্পর্কে ধারণা থাকলে কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইলিং সহজ মনে হবে। মূলত কর্পোরেট ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করা বেশ সময়সাপেক্ষ কাজ। প্রত্যেক সার্টিফায়েড কোম্পানির উন্নয়নের জন্যই সময়মত ট্যাক্স ফাইল করা গুরুত্বপূর্ণ দায়িত্বের আওতায় পরে।

  • প্রশ্ন ১: মান্থলি ট্যাক্স ডিপোজিট কি?

    উত্তরঃ কোম্পানি, যেকোন পার্টি বা ক্লায়েন্ট এর পেমেন্ট এর সাথে যে ট্যাক্স ডিডাক্ট করা হয়, সেই সকল ডকুমেন্ট চলতি মাসের পরের মাসের ১৪ তারিখের মধ্যে সাবমিট করতে হয়। নাহলে ২% ইন্টারেস্ট দিতে হবে, আইনানুযায়ী। এবং ৫০০০ টাকা জরিমানা এবং পরবর্তী প্রতি মাসের জন্য ১০০০ টাকা, ট্যাক্সের সাথে যোগ হয়। এটি হল মান্থলি ট্যাক্স ডিপোজিট।

  • প্রশ্ন ২: কর্পোরেট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কখন?

    উত্তরঃকর্পোরেট ট্যাক্স রিটার্ন কোন কোম্পানির ইনকাম ইয়ার ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন হলে, ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে -১৫ ই জানুয়ারি এর মধ্যে। 

     

    ডিসেম্বরে যাদের ইনকাম ইয়ার শেষ হয়, তাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ১৫ ই সেপ্টেম্বর। আর বাংলাদেশের লোকাল কোম্পানির ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে ১৫ই জানুয়ারি এর মধ্যে। যদি তা না করা হয়, তাহলে, ধরা যাক তার আগের বছর রিটার্ন ট্যাক্স ২০,০০,০০০ টাকা এসেছিল। তাহলে সেই কোম্পানিকে ঐ টাকার ৫০% টাকা পেনাল্টি (ম্যাক্সিমাম) অবশ্যই দিতে হবে।

  • প্রশ্ন ৩: আডভান্স ট্যাক্স কি?

     

    উত্তরঃ আডভান্স ট্যাক্স বলে একটি বিষয় আছে, যেটি জমা না দিলে, অডিটে দেখা হবে, কোম্পানির টোটাল ট্যাক্স এর অন্তত ৭৫% জমা হয়েছে কিনা। যদি জমা হয়ে থাকে, তাহলে  ৭৫% এর এগেইন্সট এ আডভান্স ট্যাক্স এর কত টাকা কম দেয়া হয়েছে, সেটির এগেইন্সট এ ১০% ভেদে ইন্টারেস্ট দিতে হবে। এই FDR রিটার্ন জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকে ৩১ শে এপ্রিল, জুলাই, অক্টোবর বা জানুয়ারির মধ্যে।  

  • প্রশ্ন ৪: ট্যাক্স কম্পিউটেশন কি?

     

    উত্তরঃ ট্যাক্স কম্পিউটেশন বলতে বোঝায় কাজের শীট, বিবৃতি, সময়সূচী, গণনা এবং অন্যান্য সহায়ক ডকুমেন্ট, যার ভিত্তিতে একটি আয়কর রিটার্ন তৈরি করা হয় যা রিটার্নের সাথে জমা দিতে হয় বা রিটার্ন প্রদানকারী ব্যক্তির দ্বারা মেইনটেইন করতে হয়। এর জন্য মূলত নিম্নলিখিত ডকুমেন্টস প্রয়োজন।

  • প্রশ্ন ৫: ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স কি?

     

    উত্তরঃ যেকোন ইনকাম লস যেকোন প্রবেশন থেকে যে ইনকাম হচ্ছে, তার এগেইন্সট এ ট্যাক্স দিতে হবে (সেকশন ২৮ এর স্কোপে)। ট্যাক্স পারপাসে কোনটা করা যাবে, কোনটা এলাও হবে, এটা দেখার জন্য যে জায়গায় যেতে হবে, তাহলো - ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স।

Close
Advanced Emotional Intelligence for Leaders (AEIL)
MAwbiz.com
Research Methodology & Paper Publication (With SPSS and AMOS basic)