আমাদের এই কমিউনিটি ব্যবসা প্লাটফর্মে
আমরা ব্যবসা উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে থাকি।
আমরা আপনাকে আপনার স্থানীয় গ্রাহকদের সাথে যােগাযােগ করতে সাহায্য করি ।
শুধু তাই নয়, স্থানীয় গ্রাহকদের কাছে আপনার ব্র্যান্ড ইমেজ প্রতিষ্ঠা করতেও আমরা সহায়তা দেই।
আমাদের এই ওয়েবসাইটে যুক্ত হবার মাধ্যমে আপনি সুনির্দিষ্ট ক্রেতাদের কাছে খুব দ্রুত এবং সহজেই দৃশ্যমান হয়ে উঠবেন. এছাড়াও আপনি প্রচারণা করতে পারবেন
আপনার প্রতিষ্ঠান
পণ্য বা সেবা সম্পর্কিত লিফলেট
অফার
ডিলস
মূল্যছাড়
এবং কুপন
এই ডিজিটাল প্লাটফর্মে আপনি নিজস্ব একটি ওয়েবপেজ পাবেন যা আপনার ব্যবসার জন্য একটি কার্যকরী ওয়েবসাইট হিসেবে কাজ করবে। আমাদের ওয়েবসাইটের শক্তিশালী এসইও (SEO) কৌশলের কারণে আপনার ওয়েবপেজটি সার্চ ইঞ্জিন ফলাফলের তালিকায় সহজেই দৃশ্যমান হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সব সেবাই আপনি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
MAWbiz শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজের সকল ধরনের মানুষের ক্ষমতায়নে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সমাজের উন্নয়নের জন্য একটি eLearning Marketplace পরিচালনা করে আসছে। এটি সেসকল অনলাইন প্রশিক্ষণ সেশনই অফার করে থাকে যা একটি সমাজ বা কমিউনিটির জন্য উপকারী। এছাড়াও, সাম্প্রতিক তথ্য উপাত্তের সমন্বয়ে অর্থপূর্ণ ও সহজলভ্য এডুকেটিভ ও ইনফরমেটিভ ভিডিও ও সেশন পেতে MAWbiz এর BizHub সাইট টি অতুলনীয়।
আমরা নির্দিষ্ট ক্রেতাদের কাছে উদ্যোক্তাদের প্রতিষ্ঠানের পণ্য, সেবা বা ধারনা সম্পর্কে অবহিত এবং তাদের আগ্রহী করে তুলতে সরাসরি ব্রান্ডিং এর মাধ্যমে সাহায্য করে থাকি। আমাদের এই ওয়েবসাইটে যুক্ত হবার মাধ্যমে আপনি সুনির্দিষ্ট ক্রেতাদের কাছে খুব দ্রুত এবং সহজেই দৃশ্যমান হয়ে উঠবেন।
MAWbiz এ রয়েছে ইন্ডাস্ট্রি ভেদে নির্দিষ্ট কর্মের সন্ধান। চাকরি দাতা এবং চাকরি সন্ধ্যানী ব্যক্তিদের জন্য অবশ্যই এটি একটি আদর্শ ডিজিট্যাল প্ল্যাটফর্ম।
MAWbiz Ethical Job Portal কাজ করে কর্ম তথ্য সবার কাছে সহজকরণ করার বিষয় নিয়ে। এটি আদর্শগতভাবে ভিন্ন ও অদ্বিতীয়; কেননা এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র নৈতিক জব পোর্টাল (Ethical) । MAWbiz একটি জবকে এথিক্যাল হিসাবে সংজ্ঞায়িত করে এবং ওয়েবসাইটে প্রকাশ করে যখন এটি:
ক) কোনো শ্রম শোষণ প্রদর্শন করে না,
খ) শিল্প গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম মজুরি প্রদান করে না,
গ) পরিবেশগত সাসটেইনেবিলিটিতে সরাসরি কোনো বাধা সৃষ্টি করে না , এবং
ঘ) কমিউনিটির সম্প্রীতিকে বিপন্ন করে না।
এছাড়াও, MAWbiz প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি, প্রো বোনো (স্বেচ্ছাসেবক কাজ) এবং সামাজিক ব্যবসা এবং নন-প্রফিট জবের কথা তুলে ধরে।
আমাদের সাইটে, নিয়োগকর্তারা আরও টেকসই ব্র্যান্ডিংয়ের জন্য তাদের নৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করতে পারেন।