অর্থসংকটে অনেক প্রতিশ্রুতিশীল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাচ্ছে বা গেছে। উল্টো দিকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিয়মিত আফসোস শোনা যায়, অর্থ দেয়ার মতো উপযুক্ত উদোক্তা পাওয়া যায় না। ব্যাংক একটি লাভজনক ও মুনাফা প্রত্যাশী প্রতিষ্ঠান। ভালো গ্রাহকের সন্ধান তারা নিজ তাগিদেই করে। সম্প্রতি দেশের অনেক সরকারি এবং বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান শিল্পোদ্যোক্তা বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের ঋণ ও অর্থায়নের সুবিধা প্রদানের জন্য এসএমই ব্যাংকিং ব্যাবস্থা চালু করেছে। অনেক ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য পৃথক ইউনিট প্রতিষ্ঠা করেছে। কিন্তু অনেক সময় উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাস্তব জ্ঞান এবং ব্যাংকের নিয়ম কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে অহেতুক অসুবিধার সম্মুখীন হয়। আর তাই এই ভিডিওতে আমরা নতুন উদোক্তাদের জন্য ব্যাংক থেকে ঋণ পাওয়ার প্রস্তুতি হিসেবে কি কি করণীয়, এমন কিছু কাজ তালিকা আকারে তুলে ধরছি। এতে আপনার বুঝতে সুবিধা হবে, কোন কাজগুলো আগে এবং কোন কাজগুলো পরে করবেন। তাহলে দেরি না করে সহজভাবে জেনে নিন নতুন উদ্যোক্তা হিসেবে ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রয়োজনীয় তথ্য ও প্রস্তুতি।
উত্তরঃ আপনি কোন ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন সেই ব্যাংক এ যেয়ে আপনাকে প্রথমে একটি একাউন্ট খুলতে হবে। ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনাকে ফরম সংগ্রহ করতে হবে। ব্যাংক একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। বিভিন্ন ব্যাংকে এই কাগজপত্রের চাহিদা ভিন্ন রকমের হয়। এছাড়া নিয়মের কিছু কিছু ক্ষেত্রেও ভিন্নতা লক্ষ্য করা যায়।
আপনার সব কাগজপত্র ঠিক থাকলে ব্যাংক থেকে খুব সহজেই লোন পেয়ে যাবেন। এছাড়াও ব্যাংক ছাড়া আপনি এক্যুইটি এন্ড অন্ট্র্যাপ্র্যানারশীপ ফান্ড এর মাধ্যামেও লোন নিতে পারবেন।
উত্তরঃ এস এমই তিনটি ইংরেজি প্রথম শব্দ। এখানে এস বলতে স্মল অর্থাৎ ক্ষুদ্র এম বলতে মিডিয়াম অর্থাৎ মাঝারি এবং ই বলতে এন্টারপ্রাইজ অর্থাৎ শিল্পদ্যোগ বোঝায়। এস এমই হল ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগ।
একজন সফল উদ্যোক্তা হিসেবে শিল্প কারখানা পরিচালনার ক্ষেত্রে ব্যাংকিং ও ব্যাংক ব্যবস্থাপনা এবং ইন্সুরেন্সের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্যই হলো উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের ঋণ ও অর্থায়নের ব্যবস্থা করা। সম্প্রতি দেশের অনেক সরকারি এবং বেসরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান শিল্পোদ্যোক্তা বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের ঋণ ও অর্থায়নের সুবিধা প্রদানের জন্য এসএমই ব্যাংকিং ব্যাবস্থা চালু করেছে। অনেক ব্যাংক নারী উদ্যোক্তাদের জন্য পৃথক সেল/ ইউনিট প্রতিষ্ঠা করেছে।
উত্তরঃ
ব্র্যাক ব্যাংক,
বেসিক ব্যাংক,
ইস্টার্ন ব্যাংক লিমিটেড,
ঢাকা ব্যাংক লিমিটেড,
প্রাইম ব্যাংক লিমিটেড,
এবি ব্যাংক,
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
প্রিমিয়ার ব্যাংক,
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
সিটি ব্যাংক লিমিটেড,
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড,
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
ব্যাংক এশিয়া,
ডাচ বাংলা ব্যাংক,
সোনালী ব্যাংক লিমিটেড,
জনতা ব্যাংক লিমিটেড,
অগ্রণী ব্যাংক লিমিটেড,
পূবালী ব্যাংক লিমিটেড,
বাংলাদেশ কৃষি ব্যাংক প্রভৃতি।
উত্তরঃ ব্যাংক লোনের ক্ষেত্রেনিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবেঃ
ব্যাংকের ফরম সংগ্রহ এবং যথাযথভাবে পূরণ।
হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি।
ব্যবসায়ের টিন নম্বর।
সম্পত্তির বর্তমান মূল্যের সনদপত্র (যেখানে শিল্পটি বিদ্যমান বা প্রতিষ্ঠা করা হবে)।
সম্পত্তি বন্ধক নেয়া হলে তার বৈধ চুক্তি নামা (যেখানে প্রতিষ্ঠান রয়েছে বা প্রতিষ্ঠা করা হবে)
ব্যাংকের হিসাব নং এবং জামানত স্থিতি।
পৌরসভার বাসিন্দা হলে কমিশনারের সনদ। স্থায়ী পর্যায়ের হলে চেয়ারম্যান অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার সনদ।
লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের কপি। অংশীদারি প্রতিষ্ঠান হলে অংশীদারি চুক্তিপত্রের সত্যায়িত কপি।
প্রতিষ্ঠান চালু থাকা অবস্থায় ঋণ গ্রহণে ইচ্ছুক হলে ব্যবসায়ের এক বছরের লাভ ক্ষতির হিসাব বিবরণী।
প্রতি ব্যাংকের ফরমে উল্লেখযোগ্য একটি দিক রয়েছে যাকে লেটার অফ গ্যারান্টি বলা হয়। এক্ষেত্রে আপনাকে দুজনযোগ্য গ্যারান্টারের সনদ প্রদানের ব্যবস্থা রাখতে হয়।
প্রতিষ্ঠান পরিচালনার পূর্বে কোন ব্যাংক থেকে ঋণ করে থাকলে তার হিসাবের একটি হালনাগাদ ও যথাযথ বিবরণ থাকতে হবে।
উত্তরঃ ব্যাংক একটি লাভজনক ও মুনাফা প্রত্যাশী প্রতিষ্ঠান। তারা নিজ তাগিদে ভালো গ্রহকের সন্ধান করে। বিপনের জন্য প্রচুর টাকা খরচ করে। তাদের মূল উদ্দেশ্য হলো ভালো এবং নতুন গ্রাহক পাওয়া। একজন সফল উদ্যোক্তা হিসেবে শিল্পকারখানা পরিচালনার ক্ষেত্রে ব্যাংকিং ও ব্যাংক ব্যবস্থাপনা এবং ইন্সুরেন্সের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যই হলো উদ্যোক্তা এবং ব্যবসায়ীদের জন্য ঋণ ও অর্থায়নের ব্যবস্থা করা। উদ্যোক্তা হিসেবে শিল্পকারখানা পরিচালনার জন্য যেমন নিয়ম নীতি অনুসরণ করতে হয় তেমন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহকে পদ্ধতিগতভাবে নিয়ম-কানুন মেনে চলতে হয়।