ভোলা জেলা ও দায়রা জজ আদালতে ‘ডিজিটাল কজলিস্ট ডিসপ্লে’র উদ্বোধন করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরে জেলা পর্যায়ে এ ডিসপ্লের উদ্বোধন করা হলো। গতকাল রোববার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক ডিজিটাল কজলিস্টের উদ্বোধন করেছেন। আদালতে আসা বাদি-বিবাদি ও আইনজীবীরা জানান, কয়েক মাস আগে ভোলার এ আদালতের নিচতলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসের সামনে দরজার উপর মনিটরের মাধ্যমে যে ডিজিটাল কজলিস্ট প্রদর্শন শুরু হয়, সেটি দেখা একটু কষ্টসাধ্য। গতকাল যে দুটি ডিজিটাল কজলিস্ট ডিসপ্লে বসানো হয়েছে, সেগুলো সহজে দেখা যায়। আদালতের আইনজীবী খায়রুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে এ ডিজিটাল কজলিস্ট ডিসপ্লের উপকারিতা পেতে শুরু করেছি। এর মাধ্যমে আগে থেকে মামলার আদেশ, স্বাক্ষী, চার্জ-শুনানি, দরখাস্ত শুনানি, বদলি চার্জ শুনানি, একতরফা শুনানি, জামিন শুনানি, আপিল শুনানি, পুলিশ রিপোর্ট শুনানিসহ মামলার আদ্যোপান্ত জানতে পারছি। যেটা জানতে মক্কেলকে অনেক কাঠখড় পোড়াতে হতো।’ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মন্ডলের পক্ষ থেকে মামলার বাদি-বিবাদি ও আইনজীবীদের কাছে সেবা পৌঁছে দিতে এ কজলিস্ট প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নুরুল আলম মোহাম্মদ নিপু, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ওসমান গনি, মো. নুরুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়্যা, আ বা ম নাহিদুজ্জামান প্রমুখ।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time