তারুণ্যনির্ভর, স্বাপ্নিক ও আদর্শিক পথের সন্ধানে প্রকাশনা জগতে পদার্পণ করে ভাষাচিত্র। ‘প্রজন্মের হাত ধরে আগামীর স্বপ্ন’-এই আমাদের মূলমন্ত্র, আমাদের পথচলার পাথেয়। আমরা বই ছাপি না। আমরা বই নির্মাণ করি। নিয়মিত প্রকাশনার প্রায় এক যুগে প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় পাঁচশত।
সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন মাধ্যম কবিতা, ছোটগল্প, নাটক, উপন্যাস ছাড়াও পত্রালাপ, মিডিয়া ও সাংবাদিকতা, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার, আইন, প্যারাসাইকোলজি, কাউন্সেলিং-আত্মউন্নয়ন কিংবা অনুবাদ সাহিত্য নিয়েও বই প্রকাশ করেছে ভাষাচিত্র।
বই প্রকাশনার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা ধর্মীয় সংস্কৃতি সব বিষয়েই সজাগ দৃষ্টি নিয়ে পথ চলতে চায় ভাষাচিত্র। দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল ছাপিয়ে স্বপ্নপথে আমরা পাড়ি দিতে চাই বিশ্বপথে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time