বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) দেশের মৎস্যসম্পদ উন্নয়নে গবেষণা পরিচালনার জন্য একমাত্র জাতীয় প্রতিষ্ঠান । ইনস্টিটিউট থেকে ইতােমধ্যে মাছ চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক ৫১টি লাগসই প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। এসব প্রযুক্তি মৎস্য অধিদপ্তর ও বিভিন্ন সংস্থার মাধ্যমে মাঠ পর্যায়ে সম্প্রসারণের ফলে দেশে ২০১৭-২০১৮ অর্থ বছরে মাছের উৎপাদন ৪৯.৭৭ লক্ষ মেট্রিক টনে উন্নীত হয়েছে। দেশ এখন মায়ে স্বয়ংসম্পূর্ণ। মিঠাপানির ২৬০ প্রজাতির মাছের মধ্যে ৬৪ প্রজাতির মাছ বর্তমানে বিলুপ্তপ্রায়।
ইনস্টিটিউট ইতােমধ্যে বিলুপ্তপ্রায় ১৮ প্রজাতির মাছের প্রজনন এবং চাষাবাদ কৌশল উদ্ভাবন করতে সক্ষম হয়েছে। এরমধ্যে পাবদা, গুলশা, টেংরা, পুঁটি, গুজি আইড়, চিতজ, ফলি, মেনি, মহাশােল অন্যতম। ফলে বিলুপ্তপ্রায় মাছের প্রাপ্যতা সাম্প্রতিককালে বাজারে বৃদ্ধি পেয়েছে এবং ক্রয়মূল্য ও সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে আছে। ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে রােল মডেল। ইনস্টিটিউটের গবেষণা তথ্যের ভিত্তিতে দেশে সম্প্রতি বরিশাল জেলায় ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম প্রতিষ্ঠা করা হয়েছে।
প্রচলিত মৎস্যসম্পদের পাশাপাশি বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন অপ্রচলিত মৎস্যসম্পদ যেমন কুচিয়া, শামুক, ঝিনুক, কাঁকড়া, ভেটকি, সাউইড় ইত্যাদি সংরক্ষণ ও চাষাবাদ কৌশল উন্নয়নে ইনস্টিটিউট বর্তমানে গবেষণা পরিচালনা করছে। উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত ১১৭ প্রজাতির সীউইড শনাক্ত করা হয়েছে। এমধ্যে ১০টি বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন । মানসিক ও শারীরিক গঠন এবং খাদ্য ও ঔষধ শিল্পে এটি উল্লেখযােগ্য ভূমিকা রাখতে পারে।
শামুক-ঝিনুকে প্রজনন ও সংরক্ষণ কৌশল উদ্ভাবনের পাশাপাশি এদের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ইনস্টিটিউট থেকে গবেষণা পরিচালনা করা হচ্ছে। কাঁকড়ার পােনা উৎপাদনে ইনস্টিটিউট প্রাথমিক সফলতা অর্জিত হয়েছে। এসব অর্জন সুনীল অর্থনীতিতে ভূমিকা রাখবে। তাছাড়া, সামুদ্রিক মৎস্যসম্পদের সহনশীল ও স্থায়ীত্বশীল আহরণ নিশ্চিত করার লক্ষ্যে ইনস্টিটিউট থেকে গবেষণা পরিচালনা করা হচ্ছে। ইনস্টিটিউটের প্রশাসনিক ব্যবস্থাপনা ও গবেষণা ক্ষেত্রে অর্জিত সাফল্য এবং চলমান কার্যক্রম নিয়ে এক নজরে বিএফআরআই কার্যক্রম প্রকাশিত হতে যাচ্ছে। ইনস্টিটিউটের পরিচিতিমূলক এ প্রকাশনা থেকে ইনস্টিটিউট এবং গবেষণা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে বলে আশা করছি।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time