বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-বাংলাদেশের প্রথম বিশেষায়িত সরকারি ডিজিটাল বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালের ২৬ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় সংসদে গাজীপুর জেলার কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্নে ৫০ একর জায়গাজুড়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন প্রণয়ন করে। গত ৬ জুন ২০১৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সমূহের আচার্য মো: আবদুল হামিদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশকে টেকসই করে চর্তুথ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতককোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা ও ডিজিটাল জ্ঞানের উৎকর্ষ সাধনের ব্যবস্থা করে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা।চলতি ২০১৮- ২০১৯ শিক্ষাবর্ষে আগামী মার্চ ২০১৯ সাল থেকে একাডেমিক কার্যক্রম শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। ইতোমধ্যে প্রকৌশল অনুষদ ও শিক্ষা গবেষণা অনুষদ নামে দুটি অনুষদ এবং ইনিস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিসটেন্স লার্নিং নামের একটি ইনিস্টিটিউট এর অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। প্রকৌশল অনুষদের অধীনে প্রাথমিক ভাবে ব্যাচেলর অব সায়েন্স ইন আইওটি, শিক্ষা ও গবেষণা অনুষদের অধীনে ব্যাচেলর অব সায়েন্স ইন আইসিটি ইন এডুকেশনে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।বাংলাদেশে অনলাইন শিক্ষার নতুন দিক উন্মোচন করতে ইনিস্টিটিউট ফর অনলাইন এন্ড ডিসটেন্স লার্নিং এর অধীনে সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল লার্নিং ডিজাইন, সার্টিফিকেট কোর্স অন সাইবার সিকিউরিটি কোর্সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। এই কোর্সগুলো বাংলাদেশে একেবারেই নতুন এবং বাংলাদেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে দেশের ও দেশের বাইরের শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পাঠদানের সক্ষমতা রয়েছে।সার্টিফিকেট কোর্স অন ডিজিটাল লার্নিং ডিজাইন, সার্টিফিকেট কোর্স ইন সাইবার সিকিউরিটি কোর্সে অংশগ্রহন করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের শিক্ষার্থীরা সহজ পদ্ধতিতে এবং স্বল্প খরচে হাতে কলমে দক্ষতার সনদ অর্জন করতে পারবে যা বাংলাদেশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তৈরি হবে যুগোপযোগী প্রযুক্তি উদ্যোক্তা যার ফলে সম্প্রসারিত হবে দেশের প্রযুক্তির বাজার এবং তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time