২০১২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আশিয়ান গ্রুপের মালিকানাধীন আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাজানো হয়েছে হাসপাতালটি। ২৮০ শয্যার হাসপাতালটির শীতাতপ নিয়ন্ত্রিত ৩০টি শয্যা বরাদ্দ করা হয়েছে অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার জন্য।কলেজে বর্তমানে ৫০ জন শিক্ষার্থী অধ্যায়ন করছেন। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের পরিকল্পনায় রয়েছে ৬ লাখ স্কয়ার ফুটের ৯ তলা আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ভবন। ইতোমধ্যে ভবনের কাজ শুরু হয়ে গেছে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
Ashiyan Medical College Hospital (Flyer)