‘অন্যপ্রকাশ’ প্রতিষ্ঠার পর থেকেই প্রকাশনার উৎকর্ষ সাধনে আমাদের নিরন্তর প্রচেষ্টা, আধুনিক বিপণন ব্যবস্থা এবং প্রকাশক-লেখক পেশাদার সম্পর্কে মাধ্যমে দেশের লেখক-পাঠক-পুস্তক বিক্রেতাসহ সুশীল সমাজের কাছে ‘অন্যপ্রকাশ’ এখন একটি মর্যাদাপূর্ণ প্রকাশনা প্রতিষ্ঠান। আমাদের গ্রন্থ সংখ্যা প্রায় আটশত। দেশের শীর্ষস্থানীয় প্রায় সকল লেখকের বই প্রকাশ করেছে অন্যপ্রকাশ। পাশপাশি অনেক তরুণ কিন্তু প্রতিভাবান লেখকদের বইও প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে।
১৯৯৭-এর ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলায় ‘অন্যপ্রকাশ’ প্রথমবারের মতো অংশগ্রহণ করে। প্রকাশক হিসেবে এই মেলাকে দেখে আসছি তখন থেকে। দেখছি প্রতি বছরই বইমেলায় প্রকাশকদের সংখ্যা বাড়ছে। ফলে, বইমেলার জায়গা বৃদ্ধি সময়ের দাবি হয়ে ওঠে। এর মধ্যে বাংলা একাডেমিতে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা শুরু হলে জায়গা কমে আসে। এক পর্যায়ে লেখক-প্রকাশকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি ২০১৪ সালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলাকে সম্প্রসারিত করে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের আন্তরিক ইচ্ছার কারণে এই স্থানান্তর সম্ভব হয়েছিল। বইমেলা তো এখন আর শুধু একুশের বইমেলা নয়। এই মেলা যে আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে।
প্রবীণের অভিজ্ঞতা আর প্রতিভাদীপ্ত তারুণ্যের প্রকাশক্ষেত্র অন্যপ্রকাশ।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time