কাবা মুসলমানদের কিবলা। ভৌগলিক সীমারেখা নির্বিশেষে দুনিয়ার প্রতিটি মুসলমান দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কাবার দিকে মুখ করে। কাবা পৃথিবীর নিয়ামক শক্তি। তাবৎ মানবজাতির অস্থিত্ব রক্ষাকারী মহাশক্তি। মাত্র একটি বছর হজ¦ব্রত পালনে বিশ^বাসী বিরত থাকলে পৃথিবী ধ্বংস অনিবার্য। কাবার দিকে মুসলমানদের আকর্ষণ সহজাত। কাবা মুসলমানদের কলিজার টুকরা। তাইতো প্রতি বছর লাখ লাখ মুসলমান মনের টানে পাগলের বেশে পঙ্গপালের মত ছুটে যায় কাবার দিকে। কাবার দিকে আল্লাহ্ প্রেমিকদের এই ¯্রােত এই আধুনিক যুগে যেমন দৃশ্যমান, দৃশ্যমান প্রাচীন সেই যুগেও যখন হজ¦ করা ছিল যার পরনাই কষ্টসাধ্য ছিল মৃত্যুপথে যাত্রার নামান্তর। কল্পনা করা যায় কী কষ্ট! পদব্রজে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কাবা পৌছা। তবু থেমে থাকেনি কাবার দিকে আল্লাহ প্রেমিকদের যাত্রা। কী সুস্থ, কী অসুস্থ ঈমানদার মাত্রই আল্লাহর ঘর কাবা যিয়ারতের জন্য ব্যাকুল, বেকারার। সুস্থ সবল মানুষতো বটেই অসুস্থ, বিকলাঙ্গ, পঙ্গু মানুষেরা পর্যন্ত সুদুর বোখারা থেকে হামাগুড়ি দিয়ে দীর্ঘ ১০ বছরে কাবা পৌঁছার বিস্ময়কর কাহিনী ইতিহাসে বিধৃত আছে। ধন্য হাজি সাহেবান ধন্য তাদের জীবন। আল্লাহর ঘরের চতুষ্পার্শ বেহেশত থেকে স্থানান্তরিত হাজরে আসওয়াদে চুমু খাওয়া মানে সে স্থানে ঠোট লাগানো। যেখানে ঠোট লেগেছে প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এবং এটি জাতির পিতা ইব্রাহিম (আ.)- এর স্মৃতি, আল্লাহর কুদরতের নিদর্শন মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ পড়া, মদীনার শীতল মাটির নীচে শায়িত মুহাম্মদ (সা.)-এর কবরের সামনে সবুজ গম্বুজের নীচে দাড়িঁয়ে সালাত ও সালাম পেশ করা, মিনা, মুজদালিফায় রাত্রিযাপন, আরাফায় অবস্থান, দোয়া, মুনাজাত, কান্নাকাটির সৌভাগ্য তাদের নসিব হয়। সেই সৌভাগ্যবান মানুষগুলোর খেদমতের জন্যই এদেশে এত কাফেলার ছড়াছড়ি।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time