ল্যান্ড সার্ভে কিংবা ভূমি জরিপ বলতে কোন নির্দিষ্ট লোকেশনে অবস্থিত জমি অথবা জায়গার আয়তন পরিমাপ করা বোঝানো হয়েছে। অর্থাৎ জায়গা জমিতে মালিকের সীমানা স্বত্ব চিহ্নিত করাই "ল্যান্ড সার্ভে কনসান্ট" এর কাজ। পুরাতন পদ্ধতিতে চেইন, ফিতা, ইত্যাদির সাহায্যে জমি পরিমাপ করা হতো। এগুলো টেনে ধরে অথবা লুজ করে ধরার কারণে পরিমাপের হিসেব গরমিল হয় তা সবার জানা। জমির মূল্য ও ব্যবহার বেড়ে যাওয়ার কারণে সূক্ষাতি সুক্ষ ভাবে সীমানা চিহ্নিত করা এখন সময়ের দাবি। ম্যানুয়াল সার্ভে বারবার না করে ডিজিটাল সার্ভে একবার করুন, নিশ্চিৎ হোন, টেনশন মুক্ত থাকুন। তাই বাড়তি ঝামেলা এড়াতে এবং সার্ভে কাজটি সঠিকভাবে সম্পন্ন করতে আমরা আছি আপনাদের পাশে। আমরা আমাদের সততা এবং দক্ষতার জোরে এই আশ্বাস দিচ্ছি যে, আমাদের থেকে ভূমি পরিমপের সার্ভিস নিয়ে পাবেন সঠিকতার মাপকাঠিতে সর্বোচ্চ সেবার নিশ্চয়তা।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time