নূরানী কায়দাসহ শুদ্ধ তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স
আমাদের দেশের অনেক মুসলিম নর-নারী পবিত্র কুরআন সহিহ-শুদ্ধভাবে পড়তে পারেন না। এ কারণে তাদের নামাজও শুদ্ধ হয় না।
আমরা যেকোন বয়সী নর নারীকে অনলাইনে নূরানী কায়দা সহকারে সহিহ কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ কোর্স চালু করেছি।
মাত্র এক থেকে দুই মাসের মধ্যে আপনি তাজভীদ সহকারে সহিহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারবেন।
আপনি আপনার পরিবারের সকল সদস্যকে শুদ্ধভাবে কুরআন শেখান। শুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজকে পরিশুদ্ধ করুন।
বাচ্চা ও বয়স্ক মহিলাদের জন্য প্রশিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন মহিলা শিক্ষিকা নিয়োগ দেয়া হয়েছে। বয়স্ক পুরুষদের প্রশিক্ষণ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীধারী ইলমুল কিরাতের ওপর বিশেষ ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক। তারা যত্নের সাথে খুব সুন্দর করে সহিহ কুরআন তালিম কোর্স/মক্তব পরিচালনা করছেন।
বর্তমানে সকল ব্যাচ অনলাইনে পরিচালনা করা হচ্ছে। ফ্রান্স, দুবাই, লন্ডনসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছোট্ট বাচ্চাদের পাশাপাশি বয়স্করা সহিহ শুদ্ধভাবে কুরআন শিখছেন।
==========================
নূরানী মক্তব (বাচ্চাদের জন্য)/ সহিহ কুরআন ও তাজভীদ কোর্স (বয়স্কদের জন্য)
===========================
মেয়াদ: দুই মাস।। ৩২ টি ক্লাস। সপ্তাহে ৪টি ক্লাস
কোর্স ফি: মোট ২৫০০ টাকা।। দুই বারে পরিশোধযোগ্য।।
ডিপ্লোমা ইন কুরআনিক অ্যারাবিক (সাফিরুল কুরআন)
======================================
কুরআনের বহুল ব্যবহৃত শব্দ ও আয়াত দিয়ে তৈরী করা হয়েছে সহজ পন্থার খুবই আকর্ষণীয় পাঠ ও অনুশীলনী। আপনার জানা অথবা বহুল ব্যবহৃত কুরআনের শব্দগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন অনুশীলনীতে আনার কারণে কুরআনের শব্দ ও আয়াত গুলো মনের মধ্যে গেঁথে যায়। ফলে, একটানা ২-৩ ঘন্টা পড়ার পর আরো পড়ার আগ্রহ জন্মে। এক লেসন শেষ হলে আরেক লেসন কখন হবে সেই অপেক্ষায় থাকেন শিক্ষার্থীরা, মাশাআল্লাহ।
আরবি গ্রামার- সারফ, নাহু ও বালাগাতকে কুরআনের আয়াত দিয়ে সহজ করে উপস্থাপন করার কারণ ধাপে ধাপে খুব সহজেই এগুলো নিজের অজান্তেই আয়ত্বে এসে যায়।
কুরআনের শব্দ দিয়েই তৈরি করা হয়েছে দৈনন্দিন জীবনের বিষয়ে চমৎকার আরবি কথোপকথন।
তিনটা লেসনেই অনেক আরবি বাক্য তৈরি করে নিজেরাই আরবিতে কথা বলা শুরু করতে পারেন শিক্ষার্থীরা।
দশম লেসনেই কুরআনের মোট শব্দমালার ৫০% ভাগ লেখা হয়ে যায়।
কুরআনের যে কোন পাতা খুললেই আল্লাহর অনেক কথাই এখন বুঝতে পারেন শিক্ষার্থীরা।
প্রথম লেসন থেকেই আরবিতে লেখার যোগ্যতাও শুরু হয়ে যায়।
তিন সেমিস্টার সফলভাবে শেষ করলে একজন মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় মানের আরবি শিখতে পারা যাবে এবং নিজে নিজে সরাসরি কুরআন বা আরবি তাফসির কিতাব পড়েও বুঝতে পারা যাবে, ইনশাআল্লাহ।
দীর্ঘদিন ধরে অনেক গবেষণা ও পাইলটিং করে লেখা হয়েছে এই লেসনগুলো যার নাম দেওয়া হয়েছে- সাফীরুল কুরআন - তিন খন্ডের বই (এখনো প্রকাশিত হয়নি)। লিখেছেন মদীনা, মালয়েশিয়া ও লন্ডনে পড়াশোনা করা আরবিবিদ উস্তাজ ডঃ আবুল কালাম আজাদ।
তিনি নিজেই এই কোর্স পড়াবেন অনলাইনে যুম এর মাধ্যমে, ইনশাআল্লাহ।
ইউরোপিয়ান জামেয়া ইসলামিয়া, ইউকে ও অ্যাকাডেমি অব কুরআন অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ (AQAS) যৌথভাবে এই অত্যাধুনিক কোর্স এর আয়োজন করতে যাচ্ছে।
ডঃ আজাদের সরাসরি ছাত্র দুইটা পিএইচডিধারী সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক এই কোর্সটির সার্বিক ব্যবস্থাপনা করছেন।
কোর্সটির উপকারিতা ও স়ংক্ষিপ্ত বৈশিষ্ট্যসমূহ:
-------------------
- কুরআনের মৌলিক শব্দ
- কুরানিক অ্যারাবিক গ্রামার
-প্রথম দশ লেসনেই কুরআনের ৫০% শব্দ শেখা
-ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুবিধা
- কুরআনের সূরা সমূহ ও আরবি তাফসীর সরাসরি বুঝা যাওয়া।
- সালাতের সব দোয়া ও তাসবীহাত আরবিতে বুঝা যাওয়া
- আধুনিক আরবি গদ্য ও কবিতার মর্ম বুঝা যাওয়া।
-কোর্স শেষে ইউরোপিয়ান ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও AQAS এর যৌথ সনদ প্রদান করা হবে।
- দুনিয়ার যে কোন জায়গা থেকে যে কোন বয়সের নারী- পুরুষ এই কোর্স করতে পারবেন।
- আপনার আরবি অক্ষরজ্ঞান থাকা পূর্ব শর্ত।
ক্লাসের বিভাজন ও পদ্ধতি:
---------------------------
- মোট সেমিস্টার ৩ টি
-মোট ৬০টি লেসন।
-মোট ৩টি লেভেল।
-প্রতি লেভেলে ২০টি লেসন।
- প্রতি লেভেলে ৬০ ঘন্টার পাঠ ও পরীক্ষা।
-প্রতি সপ্তাহে ২টি লেসন। মোট ৩ ঘন্টা।
ক্লাস হবে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে
- ক্লাস হবে বাংলায়
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time