১৯৮২ সালে দিনাজপুর সদর হাসপাতাল ক্যাম্পাসে তৎকালীন পরমাণু চিকিৎসা কেন্দ্র বর্তমানের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এবং এ্যালায়েড সায়েন্সেস প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে এই অঞ্চলের গলগণ্ড রোগের আধ্যিকের কথা বিবেচনা করে এই কেন্দ্র চালু হয়। পরবর্তীকালে এই ইনস্টিটিউট অত্র অঞ্চলের গলগণ্ড রোগের চিকিৎসা ব্যবস্থা ও এই রোগ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ইনস্টিটিউটে নিয়মিত দক্ষ জনবল এবং যন্ত্রপাতির মাধ্যমে তেজস্ক্রিয় আইসোটোপ প্রয়োগ করে Thyroid scanner and SPECT machine ব্যবহার করে Thyroid scan, Bone scan, Isotope Renogram, Renal scan এর মাধ্যমে, গলগণ্ড, অস্থিতে ক্যান্সার ও সংক্রমণ রোগের উপস্থিতি এবং কিডনি রোগ নির্ণয় করা হয়। এছাড়া প্রতিদিনই আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয় করা হয়ে থাকে। ইনস্টিটিউটে অত্যন্ত অভিজ্ঞ জনবল ও যন্ত্রপাতির মাধ্যমে রক্তে বিভিন্ন ধরনের হরমোনের মাত্রা পরিমাপ করা হয়। এদের মধ্যে গলগণ্ড রোগের জন্য পরীক্ষা Serum T3, T4, TSH, FT3, FT4 এবং Tg উল্লেখযোগ্য। রোগ নির্ণয়ের পাশাপাশি গলগণ্ড রোগ যেমন হাইপোথাইরয়ডিজম, হাইপারথাইরয়ডিজম, থাইরয়েড ক্যান্সার প্রভৃতির চিকিৎসা অত্যন্ত সফলতার সাথে করা হয়ে থাকে। ২০০৯ হতে ২০১৫ জুন পর্যন্ত সময়কালে ইনস্টিটিউটে সর্বমোট ৪২,২৫৭ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time