পোশাক শিল্পে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণ করে যাত্রা শুরু মেঘের। পাশ্চাত্য ফ্যাশন প্রবণতাকে পাশ কাটিয়ে মেঘ সবসময়ই তাদের পোশাকে তুলে এনেছে বাংলার নান্দনিকতা। ২০০২ সালের ৬ জুন যাত্রা...
পোশাক শিল্পে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণ করে যাত্রা শুরু মেঘের। পাশ্চাত্য ফ্যাশন প্রবণতাকে পাশ কাটিয়ে মেঘ সবসময়ই তাদের পোশাকে তুলে এনেছে বাংলার নান্দনিকতা। ২০০২ সালের ৬ জুন যাত্রা শুরু করে মেঘ- তার পর থেকে পথচলা নিরন্তর। দীর্ঘ একযুগেরও বেশী সময় ধরে মেঘের পোশাকে প্রাধান্য দেয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্ক যুক্ত বিভিন্ন দিবস আর স্মরণীয় ব্যক্তিবর্গকে। পথচলায় মেঘ ইতিমধ্যে অর্জন করেছে ঈদ ফ্যাশনে “অন্যদিন” ও “আনন্দভুবন” এ্যাওয়ার্ড। শাহবাগে আজিজ সুপার মার্কেট, ঝিগাতলায় সীমান্ত স্কয়ার মার্কেট এবং মিরপুর- ১০ এ রয়েছে মেঘের তিনটি শো-রুম, এছাড়াও সারা দেশের বিভিন্ন শহরে মেঘ এর পোশাক বিক্রয় হচ্ছে স্থানীয় পোশাক বিক্রতাদের মাধ্যমে।স্বদেশ হৃদয়ে ধারণ করে এগিয়ে চলা ফ্যাশন হাউজ “মেঘ” এখন দিচ্ছে অনলাইনে পোশাক ক্রয়ের সুবিধা।
Read More
Less
Megh
Center Point Shopping Mall 2nd Floor Outer Circular Road, Malibagh, Mouchak
Ramna, Dhaka 1217 Contact Us
Call Us: 01843376286
Email Us: wahidmegh2000@yahoo.com
Visit Us: Visit the Website