আটরা গিলাতলা ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন। আটরা গিলাতলা ইউনিয়ন খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত। এটি ফুলতলা উপজেলা হতে দক্ষিণ দিকে অবস্থিত। আটরা গিলাতলা ইউনিয়নের উত্তরে দামোদার ইউপি, পুর্বে ভৈরব নদী, দক্ষিণে খুলনা সিটি করপারেশনের এর ১ নং ওয়ার্ড এবং যোগীপোল ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে বিল ডাকাতিয়া। এই ইউনিয়নের আয়তন ১৯.৫৪ বর্গ কিলোমিটার । মোট জমির পরিমান ৪৮৩০,৪৮ হেক্টর। অত্র আটরা গিলাতলা ইউনিয়নে মোট আটটি গ্রাম আছে, গ্রামগুলি অনেক সুন্দর ও মনোরম। অত্র আটরা গিলাতলা ইউনিয়নে ভৈরব নদী অবস্খিত। একটি মাত্র নদী হলেও ইহা এখানকার জনসাধারনে অনেক উপকারে আসে, নদীতে জেলে সম্প্রদায় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদীতে পাল তুলে নৌকা চলে এবং যোগাযোগের জন্য লঞ্চ, স্টিমার ও কার্গো জাহাজ চলাচল করে। ইহা ছাড়া অনেকগুলো খাল ইউনিযনের বিভিন্ন গ্রামে আছে যা এলাকার জনাসাধারনের নানাভাবে উপকারে আসে। খালে মানুষ মাছ ধরে, এখান থেকে পানি নিষ্কাশন হয় এবং জমিতে সেচ দেয়। এবং ফসল আনা নেয়া করতে ইহা অনেক কাজে আসে। আটরা গিলাতলা ইউনিয়নে অনেক দশর্নীয় স্থান আছে। যার মধ্যে খুলনার বৃহত্তম জাহানাবাদ সেনানিবাস বনবিলাস চিড়িয়াখানা, বৃহত্তম জাহানাবাদ সেনানিবাস শিশুপার্ক অন্যতম। পুলিশ ফায়ারিং রেঞ্জ , বিএনসিসি ক্যাম্প। আটরা গিলাতলা ইউনিয়ন খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত। ফুলতলা উপজেলা হতে বাস / সিএনজি/ অটো রিক্সা / ভ্যান / মটর বাইক এর মাধ্যমে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে আসা যায়। এটি ফুলতলা উপজেলা হতে দক্ষিণ দিকে অবস্থিত। আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদটি উত্তরে দামোদার ইউপি, পুর্বে ভৈরব নদী, দক্ষিণে খুলনা সিটি করপারেশনের এর ১ নং ওয়ার্ড এবং যোগীপোল ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে বিল ডাকাতিয়া হতে বিভিন্ন মাধেমে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে আসা যায়। ইউনিয়ন পরিষদের সামনে হতে যশোর - খুলনা মহাসড়ক অবস্থিত । ১নং আটরা গিলাতলা আসতে খুলনা জেলার যেকোনো জায়গা থেকে বাসে , সিএনজি , অটো রিক্সা, রিক্সা ও ভ্যান যোগে খুব সহজে আশা যায়। এই এলাকা জাহানাবাদ ক্যান্টনমেন্ট বা শিরোমণি বাজার নামেও বেশ পরিচিত । এছাড়াও যেকোনো প্রয়োজনে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর সাথে যোগাযোগ করা যাবে, নাম্বারঃ ০১৭১২১৯৫৮৮৮
No existing sales at this time
No existing deals / offers at this time
No existing coupons at this time
No existing coupons at this time